রাহুল কেন ওপেন করতে নামলেন না? রোহিতের দল নিয়ে সলমন বাটের বড় প্রশ্ন
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। এই হারের সঙ্গেই এই ওয়ানডে সিরিজেও পরাজিত হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদি হাসান মিরাজ। এই দুর্দান্ত সেঞ্চুরির ভিত্তিতে ভারতকে ২৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। কিন্তু, ভারতীয় দল তাড়া করতে ব্যর্থ হয়। ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে প্রথমে চোট পান রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় ওপেন করতে আসেন বিরাট কোহলি। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। এমন পরিস্থিতিতে কে এল রাহুলকে অতীতের কথা স্মরণ করালেন পাকিস্তানের প্রাক্তন তারকা।
আরও পড়ুন… ক্রিপ্টোর থেকেও দ্রুত পতন হচ্ছে- রোহিতের দলকে নিয়ে সেহওয়াগের কটাক্ষ
সলমন বাট নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘রোহিত শর্মা চোট পেয়েছেন, তাই ইনিংসের ওপেন করলেন বিরাট কোহলি। নিয়মিত ওপেনার হিসেবে কেএল রাহুল আছেন, কেন ওপেন করতে গেলেন না তিনি? এ নিয়ে বিতর্ক হবে তিনি উইকেটকিপিং করেছেন। বিশ্বে অনেক খেলোয়াড় আছেন যারা উইকেটকিপিং করে ওপেন করেন। অ্যাডাম গিলক্রিস্ট এটা করতেন, কুমার সাঙ্গাকারা করতেন, কুইন্টন ডি কক এটা করেন, তাহলে কি রাহুল ততটা ফিট নন?’
আরও পড়ুন… আহত আঙুল নিয়ে লড়াই, রোহিতের লড়াইকে কুর্নিশ সূর্যকুমারের
সলমন বাট আরও বলেন, ‘এটা অদ্ভুত। এই সিদ্ধান্তে আমি মোটেও সন্তুষ্ট নই। চিন্তাবিদদের সিদ্ধান্ত ভুল। বিষয়গুলো মীমাংসা হয় না। মনে হয় চর্চা চলছে।’ এই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু, তিনি করতে পারেন মাত্র ৫ রান। সাধারণত দেখা যায় বিরাট কোহলি ৩ নম্বরে ব্যাট করতে আসেন। কেএল রাহুল প্রায়ই টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেন। ভারতের হয়ে ওপেন করেছেন অনেক ওয়ানডেতে। রাহুল প্রথম ওডিআইতে ৫ নম্বরে ব্যাট করার সময় ৭৩ রানের ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় ম্যাচে তিনি ২৮ বলে মাত্র ১৪ রান করেন। এমন অবস্থায় কেএল রাহুলকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
For all the latest Sports News Click Here