রাহুলের পাশে দাঁড়িয়েও পরের ম্যাচে গিলকে দেখতে চাইছেন কার্তিক
ক্রিকেট জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। ভারতের মাটিতে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্ট রান পাননি তিনি। যা নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। এর আগে চোটের জন্য অনেক ম্যাচ খেলতে পারেননি তিনি। খারাপ ফর্মের জন্য বাদও পড়তে হয়েছে তাঁকে।
দীর্ঘদিন টি-টোয়েন্টিতে রান না থাকার জন্য তাঁকে সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এইবার গেল টেস্ট দলের সহ অধিনায়কত্বও। টেস্টে শেষ ১০ ইনিংসে করেছেন ৮, ১২, ১০, ২২, ২৩, ১০, ২, ২০, ১৭ ও ১ রান। মনে করা হচ্ছে চলতি বর্ডার-গভাসকর ট্রফির শেষ দুটি টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে পারেন রাহুল।
রাহুলের অফফর্ম নিয়ে যখন সবাই সমালোচনা করতে ব্য়স্ত, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। এবার রাহুলের পাশে দাঁড়ালেন দীনেশ কার্তিক। পাশে থাকার পাশাপাশি তিনি রাহুলকে বেশ কিছু পরামর্শ দেন।
রাহুলের সঙ্গে প্রচুর ম্যাচ খেলা কার্তিক জানাচ্ছেন, রাহুলের জন্য খারাপ লাগছে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাঁর এক রানে আউটের ক্ষেত্রে অনেকে ভাগ্য খারাপের কথা মেনে নিয়েছেন। তবে রাহুলের এমন ফর্ম বেশ চিন্তায় রেখেছে। সম্প্রতি দীনেশ কার্তিক এক সাক্ষাৎকারে বলেন, ‘পরের ম্যাচে রাহুলকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত যে ও জানে গত ম্যাচে এক রানে আউটের জন্য ওকে বাদ দেওয়া হবে না। সেক্ষেত্রে অন্য ম্যাচগুলি বিবেচনা করা হবে। রাহুল একজন ক্লাস ক্রিকেটার। সব ফরম্য়াটেই ও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কিন্তু বর্তমানে রান পাচ্ছে না। এটা সব ক্রিকেটারের কেরিয়ারেই আসে। আমি মোটেও চিন্তিত নই। আমি মনে করি খেলা থেকে কিছুটা দূরে থাকতে হবে রাহুলকে। ছুটি কাটিয়ে আবার ফিরে আসুক ওয়ানডে ম্যাচের মাধ্যমে।’
রাহুলের মতো খারাপ সময় কার্তিকেরও গিয়েছে বলে জানিয়েছেন তিনি। কার্তিক বলেন, ‘এটা একটা পেশাদার খেলা। অনেক খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। খুব খারাপ লাগে তখন, যখন কোনও ক্রিকেটার জানে যে এই রকম অল্প রানে আউটের জন্য পরের ম্যাচ থেকে বাদ পড়তে হতে পারে। আমার সঙ্গেও এই রকম ঘটেছে। তখন শৌচাগারে গিয়ে দু ফোঁটা চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না।’ তবে অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞদের মতো কার্তিকও পরবর্তী ম্যাচে শুভমনকে খেলানোর পক্ষেই বলেছেন।
For all the latest Sports News Click Here