রাহুলকে সুইচ-অন করতে হবে-কুম্বলের কথায় ওপেনারের মানসিকতা নিয়ে উঠে গেল প্রশ্ন
বৃহস্পতিবার ফের ব্যর্থ হয়েছেন কেএল রাহুল। নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত দুর্বল টিমের বিরুদ্ধেও তিনি ১২ বলে মাত্র নয় রান করে আউট হয়ে যান। এই নিয়ে পরপর দু’বারই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রাহুল একক অঙ্কের স্কোর করলেন। রবিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নাটকীয় ওপেনারে চার রানে আউট হয়েছিলেন রাহুল। স্বাভাবিক ভাবেই রাহুলকে দলে রাখা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। রাহুসের বদলে ঋষভ পন্তকে সুযোগ দেওয়া নিয়ে সরব ক্রিকেট ভক্তরা।
রাহুল অগস্টের শেষের দিকে অস্ত্রোপচারের পর চোট সারিয়ে ফিট হয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছিলেন। তার পর থেকেই অবশ্য তিনি ধারাবাহিকতা জন্য লড়াই করে চলেছেন। যদিও তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু এর মধ্যে প্রথমটি ছিল ৫৬ বলে ৫১ রান।
আরও পড়ুন: ভালো ব্যাটিং করিনি, পাওয়ার প্লে-তে খারাপ করেছি- অঘটনের পর বাক্যহারা বাবর
ভারতের প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে, যাঁর ভারতের প্রধান কোচ হিসেবে অতীতে রাহুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং আইপিএলে পঞ্জাব কিংসের প্রধান কোচ হিসেবেও তিনি এর আগে রাহুলের সঙ্গে কাজ করেছেন, তিনি বলেছিলেন যে, ৩০ বছরের তারকাক শুধুমাত্র ‘সুইচ অন’ করতে হবে। প্রসঙ্গত, রাহুল পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন এবং ব্যাটিং অর্ডারের শীর্ষে খেলতে নামলেও, কম স্ট্রাইক রেটের জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তেন।
তবে কুম্বলে ইএসপিএন ক্রিকইনফোতে বলেছেন যে, ‘আইপিএলে এটি আলাদা বিষয় ছিল। আমরা সবাই বলতে থাকতাম, দেখো, তুমি সেরা খেলোয়াড়। শুধু স্বাভাবিকভাবে খোলা মনে ব্যাট করো। প্রথম বল থেকেই মারার মানসিকতা দেখাও। আর তুমি তুমি যা ভালো করতে পারো, সেটা করো।’
আরও পড়ুন: হতাশায় ডুবে গেল পাক ড্রেসিংরুম, যন্ত্রণা বিদ্ধ বাবর- ভাইরাল ভিডিয়ো
তিনি আরও যোগ করেছেন, ‘বিশেষ করে পাওয়ারপ্লেতে আমি মনে করি না, কোনও বোলার ওকে শান্ত রাখতে পারবে। তবে আমি এটাও বলব, যখন ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলত, তখন ও অনুভব করেছিল যে, ওর যা ব্যাটিং লাইনআপ রয়েছে, তাতে ওকে আরও বেশি ব্যাট করতে হতো। কারণ ও দলের অধিনায়কও ছিল। আপনি বাইরে থেকে যা খুশি বলতে পারেন, তবে মাঠে কী ঘটবে, সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
এখানেই শেষ নয়,। কুম্বলে আরও বলেছেন, ‘ভারতীয় দলের থেকে এটা একেবারেই আলাদা বিষয়। আমি মনে করি, ওর ভূমিকা শুধু ওখানে গিয়ে নিজের সেরাটা দিয়ে ব্যাট করা। আমি যখন কোচ ছিলাম, তখন আমি চাইনি যে, ওটা পরিবর্তন হোক, আমি শুধু চেয়েছিলাম ও গিয়ে কেএল রাহুলের মতো পারফরম্যান্স করুক। প্রথম বল থেকেই নিজের ছন্দে খেলুক। আমি মনে করি, ওর শুধু সুইচ অন করা দরকার। ও সুইচ অন, অফ করতে পারে। আমরা চেন্নাইয়ের বিপক্ষে পঞ্জাবের হয়ে ওর শেষ ম্যাচে দেখেছি যে, ও কী করতে পারে। যে ম্যাচে আমাদের বড় রান দরকার ছিল এবং নেট রান রেট বাড়াতে হয়েছিল। চেন্নাইয়ের কিছু ভালো আন্তর্জাতিক মানের বোলার ছিল। তবে ও সকলকে শুধু উড়িয়ে দিয়েছিল।’
For all the latest Sports News Click Here