রাহানে কেন? জাদেজা-গিল কেন নয়? BCCI-এর সমালোচনায় প্রাক্তন নির্বাচক
প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান সাবা করিম তাঁর BCCI-এর নির্বাচকদের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে কেন টেস্ট দলে সহ অধিনায়ক করা হচ্ছে না সেই বিষয়ে বোর্ডের নির্বাচকদের একহাত নিয়েছেন সাবা করিম। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে পুনরায় নিযুক্ত করার পর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন BCCI-এর প্রাক্তন নির্বাচক। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক সাবা করিমের মতে, রবীন্দ্র জাদেজা তিনটি ফর্ম্যাটেই অপ্রতিরোধ্য এবং তাই তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে বিবেচনা করা উচিত ছিল। সাবা করিম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য রোহিত শর্মার ডেপুটি (সহ-অধিনায়ক) হিসেবে তরুণ শুভমন গিলের নাম প্রস্তাব করেছেন।
স্পোর্টসকিডার সঙ্গে কথা বলতে গিয়ে সাবা করিম বলেছেন, ‘আমি জানি না কেন লোকেরা রবীন্দ্র জাদেজাকে নিয়ে কথা বলেন না। ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাটেই নিয়মিত খেলছেন তিনি। ভারতের টেস্ট সাফল্যেও তাঁর বড় অবদান রয়েছে। তাহলে কেন তাঁকে নেতা হিসেবে কখনও বিবেচনা করা হয়নি?’
ভবিষ্যতে শুভমন গিলের নাম বিবেচনায় আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন সাবা করিম। ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক বলেছেন, ‘তিন ফর্ম্যাটেই জাতীয় দলের জন্য সে (রবীন্দ্র জাদেজা) অমূল্য। তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিতেও সক্ষম নয়তো তিনি না হলে শুভমন গিল হতেই পারেন। ভারতীয় নির্বাচকরা যদি তাঁকে দলের ভবিষ্যৎ মনে করেন। আমি শুধু বলতে চাই এই লড়াইয়ে তো মাত্র কয়েকজন তো প্রতিযোগী রয়েছে।’
আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজার কার্যকাল খুব একটা ভালো ছিল না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আজিঙ্কা রাহানেকে দলের সহ-অধিনায়ক নিয়োগ করায় নির্বাচকদের সিদ্ধান্তে খুশি হননি সাবা করিম। তিনি বলেন, ‘আপনি যখন পরিবর্তনের কথা ভাবছেন, তখন আপনি যশস্বী জসওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণদের বেছে নিন।’
সাবা করিম আরও বলেন, ‘তাহলে আজিঙ্কা রাহানেকে কেন সহ-অধিনায়ক করছেন? এর পিছনে যুক্তি কী? টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রত্যাবর্তন করেছেন তিনি। একটি টেস্ট ম্যাচ খেলেছেন। সে ভালো করেছে। এটা একেবারে ঠিক আছে, কিন্তু আপনি যদি ভবিষ্যতের জন্য খুঁজছেন তাহলে এটা কি ঠিক সিদ্ধান্ত।’ সাব করিম বলেন, ‘আপনি যদি দল গড়তে চান, ক্রিকেটার তৈরি করতে চান, তাহলে অজিঙ্কা রাহানেতে ফিরে যাবেন কেন? আমাদের এমন একজন তরুণ খেলোয়াড়কে তৈরি করার দিকে মনোনিবেশ করতে হবে, যিনি ভবিষ্যতে রোহিত শর্মাকে প্রতিস্থাপন করতে পারেন।’
For all the latest Sports News Click Here