রাস্তায় ফেলে পিটিয়ে মার, গালিগালাজ! হিরো আলমের উপর হামলায় উদ্বিঘ্ন রাষ্ট্রসংঘ
বাংলাদেশের চর্চিত নামগুলোর মধ্যে অন্যতম হল হিরো আলম। বারবার বিতর্কে জড়ান এই অভিনেতা। সোমবার পড়শি দেশের জনতার হাতে মার খান তিনি। সেখানে বেধড়ক মারধর খেতে হয় তাঁকে। রাস্তায় ফেলে পেটানো হয়। জখম হিরো আলমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন (হিরো আলম)-এর উপর হামলায় উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বাংলাদেশ কার্যালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। টুইট করেছেন বাংলাদেশে রাষ্ট্রসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। টুইটারে লুইস লেখেন, ‘সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেকের মৌলিক মানবাধিকার> তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।’
১৭ জুলাই সোমবার দুপুরে ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলেন হিরো আলম। এরপরই কয়েকজন এসে কটাক্ষ করতে থাকে, ‘এটা টিকটক ভিডিয়ো করার জায়গা নয়। এটা ভোটকেন্দ্র’। এরপরই নাকি হিরো আলমের উপর হামলা শুরু করে সেখানে উপস্থিত ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝোলানো মানুষজন। আরও পড়ুন: তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম
ইতিমধ্যেই হিরো আলমের উপর হামলায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। হিরো আলমকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া এসেছে আমেরিকার তরফ থেকেও। যেখানে বলা হয়েছে, আমেরিকা আশা করে বাংলাদেশ সরকার গোটা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত করবে। সঙ্গে দোষীদের বিচারের পর শাস্তি নিশ্চিত করবে। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের হিংসার কোনও জায়গা নেই।’
For all the latest entertainment News Click Here