রাস্তায় অনেক ময়লা থাকে- ইভেন্টে গিয়ে মাটি থেকে ময়লা তুললেন রণবীর, চলল কটাক্ষ
সোমবার, ২০ মার্চ রণবীর সিং হেয়ার ডিজাইনার দর্শন ইয়েওয়ালেকরের স্যালন উদ্বোধন করতে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে অভিনেতা একেবারে খোশমেজাজে দেখা গেল। তিনি একদিকে যেমন তারকাদের ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠর সঙ্গে মশকরা করেন তেমনই মাটি থেকে আবর্জনা কুড়িয়ে যথাস্থানে সেগুলোকে ফেলেন। অনেকেই তাঁর এই আচরণে মুগ্ধ হয়েছেন। অনেকেই আবার এটাকে স্রেফ পাবলিসিটি স্টান্ট বলে মনে করেছেন। কারও মতে তিনি নাকি তাঁর স্ত্রী দীপিকার থেকে অনুপ্রাণিত হয়েছেন। সকলেই জানেন দীপিকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কতটা ভালোবাসেন।
রণবীরকে এদিন একটি কালো টিশার্ট, গ্রে জিন্স এবং কালো জুতো পরে দেখা গিয়েছে। তিনি তাঁর চুলকে পনিটেল করে বেঁধে রেখেছিলেন। তিনি যখন পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তখন তিনি মাটিতে কিছু টুকরো ময়লা দেখতে পান এবং সেগুলোকে তুলে নেন। সেই মুহূর্তের ভিডিয়োই এক পাপারাৎজি তোলেন এবং ইনস্টাগ্রামে সেটা পোস্ট করেন।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিয়োতে কমেন্ট করে লেখেন, ‘এঁর বউয়ের ওসিডি আছে এই জন্যই এই অবস্থা।’ আরেক ব্যক্তি লেখেন, ‘দীপিকা নিজেই একাধিক ইভেন্টে, রিয়েলিটি শোতে জানিয়েছেন যে তিনি কতটা পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। হয়তো সেটারই প্রভাব ওঁর উপরেও পড়েছে।’ এক নেটিজেন এই পোস্টে লেখেন, ‘ভারতের রাস্তায় তো অনেক ময়লা পড়ে থাকে কই কখনও তো সেগুলো গিয়ে পরিষ্কার করেন না। সামনে সাংবাদিকদের দেখেই অমনি এই কাজ করছেন। খুব খারাপ।’ আরেকজন মজা করে লেখেন, ‘হীরের আংটি পেয়েছিলেন বোধহয়।’ আরেক ব্যক্তি তাঁকে তাঁর ছবি নিয়ে খোঁচা দিতে ছাড়েন না। লেখেন, ‘নোংরা পছন্দ নয় তো এই ধরনের ছবি করেন কেন?’
রণবীরকে এছাড়াও রোহনের সঙ্গে মজা করতে দেখা যায়। ফটোগ্রাফার যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তখন অভিনেতা মজা করে তাঁকে একটি লাথি মারেন। প্রথমে ঘাবড়ে গেলেও পরে গোটা বিষয় বুঝে হাসতে শুরু করেন তিনি।
For all the latest entertainment News Click Here