‘রাম সেতু’-র শ্যুটিং শেষ, অক্ষয়ের মতোই মজার ভিডিয়ো পোস্ট করে ঘোষণা জ্যাকলিনের
দর্শকদের মধ্যে প্রতীক্ষা বাড়ছে অক্ষয় কুমার- জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ছবি ‘রাম সেতু’ নিয়ে। সোমবার এই ছবির শ্যুটিং শেষ করলেন তাঁরা। একটি ভিডিয়ো পোস্ট করে সেই ঘোষণা আগেই সেরেছিলেন অক্ষয় স্বয়ং। এবার ছবির শ্যুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিনস’-এর একটি ভিডিয়ো পোস্ট করে সেই ঘোষণা সারলেন জ্যাকলিনও।
সেই ভিডিয়োতে অক্ষয়ের সঙ্গে খুনসুটি করা থেকে শুরু করে সেটে থাকা অন্যান্য কলাকুশলীদের সঙ্গেও জ্যাকলিনের কাটানো একাধিক মজার মুহূর্তের ঝলক উঠে এসেছে। যেমন ভিডিয়োর শুরুতেই এই জুটির উদ্দেশে প্রশ্ন রাখা হয়, ‘রাম সেতু’-তে কাজ করার পর কোন ব্যাপারটি তাঁদের ভালো লেগেছে, স্মৃতিতে সবথেকে উজ্জ্বল থাকবে। মজা করে অক্ষয় জবাব দেন, ‘ছবির প্রযোজক। দারুণ মানুষ।’ খিলাড়ির ইঙ্গিত বুঝতে পেরেই হাসতে হাসতে ছদ্ম বিস্ময়ে বলি-সুন্দরী বলে ওঠেন, ‘এই, না! কী বলছো। গোটা শ্যুটিং ইউনিটটাই দারুণ!’
অন্যদিকে ছবির সেট থেকে তোলা নিজের ভিডিয়োতে অক্ষয় কুমার ‘রাম সেতু’র সেট থেকে তাঁর ‘বানর সেনা’র ঝলকও ফলোয়ার্সদের দেখাতে ভোলেননি। পাশাপাশি সেই ভিডিয়োতে অক্ষয়ের কাঁচাপাকা দাড়ি, অবিন্যস্ত বড় চুল এবং চশমা আঁটা চোখ দেখেই স্পষ্ট এই ছবিতে নিজের অভিনীত লুকটি তখনও ছাড়েননি তিনি। ছবির সহ-অভিনেত্রী জ্যাকলিন এবং অন্যান্য কলাকুশলীদের শ্যুটিং ‘র্যাপ আপ’ উপলক্ষে হইচই করে কেক কাটতেও দেখা গেল। মজা করে ‘রাম সেতু’ ছবির কলাকুশলীদের নিজের ‘বানর সেনা’ বলেও উল্লেখ করেছেন খিলাড়ি। ছবির ক্যাপশনে বলি-তারকা নিজে জানিয়েছেন এই ছবিতে কাজ করতে গিয়ে অনেককিছু নতুন জিনিস শিখতে পেরেছেন তিনি। ফলে কখনও কখনও তাঁর এমনও মনে হয়েছে, তিনি হয়ত ফের নিজের স্কুল জীবনে ফিরে গিয়েছেন। সবশেষে দর্শকের উদ্দেশে তাঁর বার্তা ‘ চলতি বছরের দিওয়ালিতে দেখা হচ্ছে তবে।আমাদের এই কাজকে সবাই একটু ভালোবাসবেন। সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম করেছি।’
২০২০ সালের দিওয়ালিতে ‘রাম সেতু’র ঘোষণা সেরেছিলেন অক্ষয় কুমার। ‘রাম সেতু’র পরিচালনায় রয়েছেন অভিষেক শর্মা। রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন আক্কি। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা।
For all the latest entertainment News Click Here