‘রাম সেতু’ কপাল ফেরাল অক্ষয়ের, ‘থ্যাঙ্ক গড’ বলা হল না অজয়ের! কে কত কোটি ঘরে তুলল
Ram Setu Vs Thank God Box Office Day 1দিওয়ালিতে মুখোমুখি টক্কর হয়েছে অক্ষয় কুমার-জ্যাকলিন আর অজয় দেবগন-সিদ্ধার্থ মলহোত্রার। মুক্তি পেয়েছে ‘রাম সেতু’ আর ‘থ্যাঙ্ক গড’। এখনও যদি এর মধ্যে একটাও না দেখে থাকেন, তাহলে বক্স অফিসের ট্রেন্ড দেখেই ঠিক করুন কোনটা দেখবেন। কে কাকে হারাল গো হারা?
২০২২টা ভালো যায়নি অক্ষয়ের। একের পর এক ফ্লপ দিয়ে গিয়েছেন। তবে সে খরা কেটে গেল ‘রাম সেতু’ দিয়ে। প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা করল এই ছবি। ছবি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে কামাল করল এই সিনেমা। আর এই হিসেবে ২০২২ সালে সেরা ওপেনিং হিসেবে দ্বিতীয় নম্বরে এই ছবি, ‘ব্রহ্মাস্ত্র’র ঠিক পরেই। রিপোর্ট বলছে রাজস্থান, উত্তপ্রদেশ, বিহারের মতো হিন্দুপ্রাধান অঞ্চলে এই ছবি ব্যবসা করেছে সবচেয়ে বেশি।
আর ‘থ্যাঙ্ক গড’ তো আসতেই পারেনি ‘রাম সেতু’র ধারেকাছে। ছবি ব্যবসা করেছে মাত্র ৮ কোটির। এমনিতেই অজয় দেবগন আর সিদ্ধার্থ মলহোত্রার এই ছবি নিয়ে বহু আপত্তি উঠেছিল। ইন্দ্র কুমারের ছবি অজয়ের রোল অর্থাৎ ‘চিত্রগুপ্ত’কে নিয়েই ছিল যত সমস্যা। পিটিশনও দাখিল হয়েছিল। যাতে উল্লেখ করা হয়েছিল, ‘চিত্রগুপ্তকে কর্ম দেবতা হিসাবে মানে হিন্দুরা, কিন্তু মানুষের ভালো এবং খারাপ কাজের হিসাব রাখেন। ভগবানকে এই রূপে তুলে ধরলে সেটা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে, এটি সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা’। শেষমেশ ‘চিত্রগুপ্ত’-র বদলে সিজি হয়েছিল অজয়ের চরিত্রের নাম।
যুগ যুগ ধরে রাম সেতু মিথ না আসলে সত্যি, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-গবেষণার শেষ নেই। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটিকে পবিত্র হিসেবেই ধরা হয়। আর সেই বিশ্বাসকে ভিত্তি করে তৈরি সিনমাতেই কামাল করলেন অক্ষয়। ঘুরিয়ে নিলেন ভাগ্যের চাকা। আসলে বরাবরই যে দেশভক্তি আর ধর্ম তার জন্য শুভ!
For all the latest entertainment News Click Here