রাম-রাবণের উপর ভারী কিয়ারা-কার্তিকে প্রেম! ১৪ নম্বর দিনে এসে কত আয় করল আদিপুরুষ?
Adipurush box office day 14 collection: ভয় যা ছিল তাই সত্যি হল। বৃহস্পতিবার ‘ঈদ উল আযহা’র দিন মুক্তি পেয়েছে কার্তিক-কিয়ারার ‘সত্যপ্রেম কি কথা’। আর কার্তিক-কিয়ারার হিট জুটির কাছে একেবারে বোল্ড আউট হয়ে গেল রাম-রাবণ-সীতা। ঠিকই ধরেছেন কথা হচ্ছে আদিপুরুষের। দ্বিতীয় বৃহস্পতিবারে এসে গোটা দেশে ১ কোটি টাকারও ব্যবসা করতে পারল না প্রভাসের সিনেমা।
আদিপুরুষ বক্স অফিস:
১৬ জুন মহা সাড়ম্বরে মুক্তি পেয়েছিল আদিপুরুষ। প্রথম দিনে ছবি বিশ্বব্যপী ১৪০ কোটির ব্যবসা করে। যা দেখে অনেকেরই ধারণা হয়েছিল বাহুবলী, আরআরআর, পাঠান-এর মতো ছবির মোট আয়ের রেকর্ডও হয়তো ভেঙে দেবে ওম রাউতের সিনেমা। কিন্তু বিধিবাম। ছবির খারাপ ভিএফএক্স, হনুমানের সংলাপ, সোনার লঙ্কার কালো রূপ দেখে দর্শকের চোখ ছানাবড়া। হল ফেরত দর্শকমুখে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়তেই নামত থাকলে সিনেমার আয়ের অঙ্ক। আর বৃহস্পতিবার তা একেবারে তলানিতে এসে ঠেকেছে।
Sacnilk.com- এর মতে, আদিপুরুষ দ্বিতীয় বৃহস্পতিবার (১৪ নম্বর দিন) আনুমানিক ৯০ লক্ষ সংগ্রহ করেছে। আর তা মিলিয়ে ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ২৯১.৯৮ কোটিতে। এদিকে যেখানে মাত্র ১ কোটি আয় হয়েছে আদিপুরুষের, সেখানে সত্যপ্রেম কি কথা ওপেনিংয়ে পেয়েছে ৯ কোটি।
তবে, আদিপুরুষের ‘রামায়ণ’ দেখে যাদের মন ভরেনি, তাদের জন্য রয়েছে সুখবর। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এবার ফিরছে টিভিতে। শিমারু টিভির তরফে জানানো হয়েছে এই মহাকাব্য ভিত্তিক ধারাবাহিকটি তারা তাদের চ্যানেলে ৩ জুলাই থেকে আবার দেখা যাবে। অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকে এই ধারাবাহিকে রাম এবং সীতার চরিত্রে দেখা গিয়েছিল। সুনীল লহরী অভিনয় করেছিলেন লক্ষ্মণের চরিত্রে।
সত্যপ্রেম কি কথার বক্স অফিস:
বক্স অফিস ইন্ডিয়ার প্রাথমিক রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার আনুমানিক ৮.৫ -৯ কোটি টাকার ব্যবসা করেছে। ইদের ছুটি না থাকলে ব্যবসা আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে। যদিও শুক্র থেকে রবি, প্রথম সপ্তাহান্তই বুঝিয়ে দেবে কি আছে কার্তিক-কিয়ারারা কপালে। তাঁদের একসঙ্গে শেষ ছবি ‘ভুল ভুলাইয়া ২’ হিট হয়েছিল বক্স অফিসে।
এদিকে, এলহাবাদ হাইকোর্টে ছবির স্ক্রিনিং বন্ধের দাবিতে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেই মামলা চলাকালীন আদালত ছবির কাহিনিকার এবং সংলাপ রচয়িতা মনোজ মুনতাসিরের থেকে জবাবদিহি চেয়েছে। হাইকোর্ট কেন্দ্রের কাছেও জানতে চেয়েছে সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২-এর আওতায় এই নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায়।
For all the latest entertainment News Click Here