রাবণ সাজতে ভোল পাল্টে ফেলবেন! এজন্য KGF তারকা যশ কত কোটি নিচ্ছেন জানেন?
KGF-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ-কে কে না চেনেন! দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে যশ একপ্রকার জনপ্রিয়তার শিখরে রয়েছেন। বি-টাউনে গুঞ্জন নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাবণ হচ্ছেন যশ। এখবরটা অবশ্য বেশকিছুটা পুরনো। এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি টাকা নিচ্ছেন। চমকে উঠলেন তো? সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বি-টাউনে জোর গুঞ্জন নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় নাকি থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪)-এ শুরু হবে রামায়ণের শ্যুটিং।
আরও পড়ুন-‘কিছু লোকজন নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে বাঘা যতীনকে কম নম্বর দিচ্ছেন’, বিস্ফোরক দেব
আরও পড়ুন-মহা সপ্তমীর সকালে ১ মাসের ছেলের সঙ্গে আলাপ করালেন গৌরব-ঋদ্ধিমা
আরও পড়ুন-টুকুস করে পান মুখে নিয়ে জড়িয়ে ধরে এ কী করলেন স্বস্তিকা! লজ্জা পেলেন সোহিনী…
একটি বিশেষ সূত্র বলছে, ‘KGF-এ যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসাবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন। যে কারণে অনেক কসরত করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর নাকি মদ, মাংস খাওয়া ছেড়ে দিচ্ছেন। যদিও আরও এক ব্যক্তি সাফ জানিয়েছেন, এই গুঞ্জনের কোনও সত্যতা নেই। পুরোটাই গুজব। রণবীর কাপুর আপাতত তাঁর ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে ব্যস্ত। তবে কোনটা সত্যি, কোনটা নয় তা ভবিষ্যতই বলবে।
For all the latest entertainment News Click Here