রান-রেটে গ্রুপের এক নম্বর ভারত, পয়েন্ট টেবিলে আফগানদের পিছনে ফেললেন কোহলিরা
স্কটল্যান্ডের বিরুদ্ধে যেরকম ক্রিকেট খেলার দরকার ছিল, ঠিক সেরকমই ধ্বংসাত্মক ক্রিকেট উপহার দেয় টিম ইন্ডিয়া। আফগানিস্তানের কাছে শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারলে অবধারিতভাবে নেট রান-রেটের নিরিখে গ্রুপ-২ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। সেক্ষেত্রে ভারতের নজর ছিল রান-রেট বাড়িয়ে নেওয়ায়। স্কটিশদের উড়িয়ে দিয়ে কোহলিরা পর্যাপ্ত হারে রান-রেট বাড়িয়ে নেয়। এখন অপেক্ষা শুধু নিউজিল্যান্ডের হারার।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ৮১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে ভারত। পয়েন্টের নিরিখে আফগানিস্তেনের সঙ্গে একই মেরুতে অবস্থান করলেও নেট রান-রেটে আফগানদের ছাপিয়ে যায় ইন্ডিয়া।
শুধু আফগানিস্তানকেই নয়, এই মুহূর্তে গ্রুপের বাকি সব দলকেই নেট রান-রেটে পিছনে ফেলে দেন কোহলিরা। ভারতের নেট রান-রেটই গ্রুপের মধ্যে সবথেকে বেশি। সুতরাং, কোনও কারণে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট সমান হলে সেমিফাইনালে যেতে অসুবিধা হবে না ভারতের।
শুক্রবার নমিবিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপ-২’এর দ্বিতীয় স্থানে উঠে আসে। স্কটল্যান্ডকে হারিয়ে ভারত উঠে আসে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আফগানিস্তান নেমে যায় চার নম্বরে।
পয়েন্ট টেবিল:-
১. পাকিস্তান: ৪ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট: +১.০৬৫)
২. নিউজিল্যান্ড: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট: +১.২৭৭)
৩. ভারত: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট: +১.৬১৯)
৪. আফগানিস্তান: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট: +১.৪৮১)
৫. নমিবিয়া: ৪ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট: -১.৮৫১)
৬. স্কটল্যান্ড: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট: -৩.৪৯৪)
For all the latest Sports News Click Here