রান তাড়া করার সময় T20-তে ১৮ বার অপরাজিত থেকেছেন বিরাট, ১৮ বারই জিতেছে ভারত!
শুভব্রত মুখার্জি: মেলবোর্নে তখন গোটা ভারতীয় দলের উপর জাঁকিয়ে বসেছে পাকিস্তান দল। ১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ভারতীয় দলের চার উইকেট হারিয়ে তখন নাভিশ্বাস অবস্থা। সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে যে জয়টা ১২০ কোটি ভারতবাসীকে উপহার দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, তা কার্যত ভাষায় প্রকাশ করা অসম্ভব। আরও একবার গোটা ২০ ওভার খেলে অপরাজিত থাকার পাশাপাশি ভারতের জয় নিশ্চিত করলেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে রান তাড়া করতে নেমে ১৮ বার অপরাজিত থেকেছেন বিরাট। আর আশ্চর্যজনকভাবে এই ১৮ টি ক্ষেত্রেই ম্যাচ জিতেছে ভারত। যার সাম্প্রতিকতম নিদর্শন চলতি অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের সুপার-১২’র রবিবাসরীয় ভারত-পাক মহারণ। আন্তর্জাতিক টি-২০তে এমন নজির বিরল। যা নেই আর অন্য কোন দেশের কোনও ক্রিকেটারের।
বিরাট কোহলি তার গোটা ক্রিকেট কেরিয়ারেই রান তাড়া করার ক্ষেত্রে যে ব্যাটিং মুন্সিয়ানা দেখিয়েছেন তা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। সেই ধারাকেই তিনি বজায় রাখলেন মেলবোর্নে। পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপেও ফের একবার সেই কাজটাই করে দেখালেন তিনি। তবে এবার যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে জয়টা এনে দিলেন তিনি তার সঙ্গে হয়ত তুলনা চলে না কিছুর। মেলবোর্নে ৯০০০০’র বেশি দর্শক। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। তার উপর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দল। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করছে দল। সেখানে স্কোর ৩১ রানে ৪ উইকেট। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার কেএল রাহুল, ফর্মে থাকা সূর্যকুমার যাদব এবং পিঞ্চ হিটার হিসেবে ব্যাট করতে নামা অক্ষর প্যাটেল। এই অবস্থায় অতি বড় ভারত সমর্থকও হয়ত আশা করেননি ভারত ম্যাচ জিততে পারে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে সেই অসাধ্য সাধন করে দেখালেন তিনি।
এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে। ৪২ বলে ৫২ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন শান মাসুদ। তাকে যোগ্য সঙ্গত দিয়ে একটি মারকাটারি ইনিংস খেলেন ইফতিকার আহমেদ। ৩৪ বলে করেন ৫১ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং।
জবাবে রান তাড়া করতে নামা ভারতীয় ব্যাটিংকে জোরালো ধাক্কা দেন পেসার হ্যারিস রউফ। রোহিত এবং সূর্যকুমারকে পাওয়ার প্লে’র মধ্যেই প্যাভিলিয়নে ফেরান তিনি একটা সময় ভারতের স্কোর ছিল ৬.১ ওভারে ৩১ রানে ৪ উইকেট। সেখান থেকে হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলি জুটিতে তোলেন ১১৩ রান। ৩৭ বলে ৪০ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং চারটি ছয়ে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন হ্যারিস রউফ এবং মহম্মদ নওয়াজ।
For all the latest Sports News Click Here