‘রান করতে পারছিলাম না’, পাকিস্তানকে হারিয়ে স্বীকার জেমিমার, মিলেছিল দলের সমর্থন
পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। সেই জেমিমা রদ্রিগেজই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জেতালেন। সেই জয়ের পর বাবা, মা’কে ধন্যবাদ জানালেন জেমি। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে ফের ব্যাটে রান ফিরে পেয়ে জেমি বলেন, ‘আমার কাছে এই ইনিংসটার গুরুত্ব অনেক। অনেকদিন ধরে রানের মধ্যে ছিলাম না।’
রবিবার কেপটাউনে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। ৩৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন জেমিমা। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। তারপর তিনি বলেন, ‘ঠিক কী বলব, তা আমি জানি না। আমি জানতাম যে আমাদের জুটি গড়তে হবে। আমি জানতাম যে খেলাটা শেষপর্যন্ত নিয়ে গেলে আমরা জিতে যাব। বাংলাদেশের বিরুদ্ধে (বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে) রিচা এবং আমাদের একটা ভালো পার্টনারশিপ হয়েছিল।’
জেমিমা আরও বলেন, ‘আমরা প্রতিটি ওভার ধরে এগিয়ে যাচ্ছিলাম। আমরা জানতাম যে আমরা যদি শেষপর্যন্ত ক্রিজে থাকি, তাহলে ভারত জিতে যাবে। আমরা জানতাম যে ওরা (পাকিস্তান) কখনও না কখনও বাজে বল করবে। সেই সুযোগের সদ্ব্যবহার করব আমরা। কঠিন উইকেট ছিল। কিন্তু একবার ক্রিজে জমে গেলে বিষয়টা সহজ হয়ে যাচ্ছিল। এটা দলগত জয়। আমরা এই জয়টা উপভোগ করতে চাই। কিন্তু টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমরা সহজ জিনিসগুলি ঠিকঠাকভাবে করতে চাই। ফলাফল ঠিকই আসতে থাকবে।’
আরও পড়ুন: IND vs PAK: T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের, লজ্জা আরও বাড়ল পাকিস্তানের
অথচ এক বছর আগে জেমাইমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছিল না। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাননি। সেই অন্ধকার কাটিয়ে ফের ভারতীয় দলে ফিরেছেন জেমিমা। নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তেমন ছন্দে না থাকলেও জেমিমার উপর আস্থা রেখেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই সেই ভরসার মর্যাদা দিয়েছেন ভারতীয় নম্বর ‘তিন’।
আরও পড়ুন: IND vs PAK in T20 World Cup 2023: ১ ওভারে ৭ বল পাকিস্তানের, তাতে ৪ মারল ভারত! T20 বিশ্বকাপে প্রশ্নের মুখে আম্পায়ার
ম্যাচের সেরার পুরস্কার হাতে বাবা ও মা’কে ধন্যবাদ জানান জেমিমা। সেইসঙ্গে ২২ বছরের ভারতের তারকা বলেন, ‘আমার কাছে এই ইনিংসটার (টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫২ রান) গুরুত্ব অনেক। অনেকদিন ধরে রানের মধ্যে ছিলাম না।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here