‘রাধিকা আপ্তের মতো দেখতে!’, নওয়াজের মেয়ে শোরার সৌন্দর্যে বুঁদ নেটিজেনরা
রবিবার মেয়ে শোরা সিদ্দিকির সঙ্গে দেখা গেল নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এই প্রথম দেখা মিলল নওয়াজের মেয়ের। আপাতত ‘স্যাকরেড গেমস’ অভিনেতার মেয়ের রূপে মন মজেছে নেটিজেনদের।
শোরা নওয়াজ ও তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়ার প্রথম সন্তান। তাঁদের একটি ছেলেও রয়েছে একত্রে নাম ইয়ানি। পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গেল, মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে বাবা-মেয়ে। নওয়াজ পরে আছেন কালো সোয়েটশার্ট আর ম্যাচিং ডেনিম জ্যাকেট। শোরা পরেছেন ডেনিম জ্যাকেট আর ম্যাচিং জিন্স। চুলে বান করে, পিঠে ব্যাকপ্যাক।
একজন কমেন্টে লিখলেন, ‘কী মিষ্টি লাগছে দেখতে। প্রথমবার ওকে দেখলাম’। অনেকেই নওয়াজের মেয়েকে ‘সুন্দরী’ আখ্যা দিয়েছেন। একজন আবার রাধিকা আপ্তের সঙ্গে তুলনা করে লিখেছেন ‘নওয়াজের মেয়েকে তো পুরো রাধিকা আপ্তের মতো দেখতে।’ আরেকজনের প্রশ্ন, ‘সত্যিই সুন্দরী… কবে আসবে সিনেমায়?’
দিনকয়েক আগেই মেয়ের একাধিক ছবির ভিডিয়ো মন্তাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নওয়াজ। লিখেছিলেন, ‘Happiest Birthday My Love #ShoraSiddiqui’।
কাজের সূত্রে এরপর নওয়াজকে দেখা যাবে হাড্ডি-তে। ইতিমধ্যেই সেই সিনেমায় নওয়াজের লুক উইগ আর মেকআপে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁকে অর্চনা পূরণ সিং-এর সঙ্গে তুলনা করেছেন। আর বাবার এই লুক একদমই নাকি পছন্দ হয়নি শোরার, নওয়াজ নিজেও বলেছিলেন সেকথা। জানিয়েছিলেন, একটু মন খারাপ হয়েছিল তাঁর মেয়ের ওভাবে তাঁকে দেখে। কিন্তু এখন সে বুঝে গিয়েছে ‘এটা চরিত্রের খাতিরে। আর তা করতে হতেই পারে।’
For all the latest entertainment News Click Here