‘রাত করে বাড়িতে ফিরলে মার তো খাবেই!’, গার্হস্থ্য হিংসা নিয়ে সোচ্চার মিথিলা
গার্হস্থ্য নিয়ে সোচ্চার হলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ারে গার্হস্থ্য হিংসা নিয়ে কথা বলছেন সৃজিত পত্নী। অভিনেত্রীর মতে সমাজে মেয়েদের অনেক এমন পরামর্শ দেওয়া হয়, যা আসলে পারিবারিক নির্যাতন বা গার্হস্থ্য হিংসাকে মেয়েদের কাছে সামাজিক করে তোলে।
অভিনেত্রীকে ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘মেয়েদেরকে কন্ট্রোল করতে হয়’, ‘বাসর রাতে বিড়াল মারো’, ‘লাল শাড়িতে যাবে সাদা শাড়িতে আসবে’, ‘স্বামীর রাগের সঙ্গে মানিয়ে চলতে হয়’, ‘রাত করে বাড়িতে ফিরলে মার তো খাবেই’ এই ধরণের কথা আমাদের সমাজে গার্হস্থ্য হিংসাকে স্বাভাবিক করেছে’। মিথিলার মতে, এখান থেকেই মেয়েদের মধ্যে পারিবারিক হিংসা স্বাভাবিক, এটা জীবনের একটা অংশ এই ধারণা জন্মায়। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, তাঁর বলা কথাগুলো সমাজের অনেক মেয়ের নিত্যদিনের কাহিনি।
তিনি বলেন,’আপনি যদি আপনার পরিবারের থেকে বা আশেপাশের কারোর কাছ থেকে এই ধরনের কথা শুনে থাকেন তাহলে তাদের চিহ্নিত করুন। সেই ঘটনা পোস্ট করুন সোশ্যাল মিডিয়ায়, ট্যাগ করুন আমাকে আর বহ্নিশিখাকে, লিখুন…।’ আসলে এক NGO-র সঙ্গে যুক্ত হয়ে এই ক্যাম্পেন করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
যাঁরা নিজেদের ঘটনা লিখতে পারবেন না , তাঁদের উদ্দেশ্যে একটি বিশেষ চিহ্ন দেখিয়েছেন তিনি। যার অর্থ, ‘সাহায্যের প্রয়োজন’। সবাই মিলে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেছেন মিথিলা। অভিনেত্রীর এমন প্রতিবাদী কণ্ঠ নতুন কোন বিষয় নয়। এর আগেও তিনি নারী-শিশু পাচার এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে অশ্লীল কটাক্ষের প্রতিবাদ জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here