‘রাতে সেই ১টা ওয়েবসাইটেই দেখা হবে’! বিতর্কিত টুইটে ‘লাইক’ BCCI Women হ্যান্ডেলের
এটা কী? এটা সত্যিই তো? এটা ফেক অ্যাকউন্ট নয় তো? ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের (@BCCIWomen) ‘লাইকস’-এ থাকা একটি টুইট দেখে এই প্রশ্নগুলি মাথায় আসল অনেকেরই। কারণ সাধারণত কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এরকম কোনও টুইটে ‘লাইক’ করা হয় না। আর সেই বিতর্কিত টুইট দেখে হতভম্ব হয়ে গেলেন নেটিজেনরা। শুরু হয়েছে তুমুল হাসাহাসি। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের দায়িত্বে যিনি আছেন, তিনি নিশ্চয়ই অ্যাকাউন্ট পালটাতে ভুলে গিয়েছেন। নিজের অ্য়াকাউন্ট ভেবে ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত টুইট ‘লাইক’ করে ফেলেছেন। আর যে ব্যক্তির টুইট ‘লাইক’ করা হয়েছে, তাঁর উদ্দেশ্যে অনেকে বলেছেন, ‘এমন মজা কর যে চারজন অ্যাডমিন যেন ভুলে যান, কার অ্যাকাউন্ট থেকে টুইটে লাইক করছেন।’
আরও পড়ুন: IND W vs BAN W: ‘শেফালিকে ভড়কে দিল মারুফা’, IND-BAN ম্যাচে নিম্নমানের সম্প্রচার, হতাশ নেটপাড়া
কিন্তু কী সেই টুইট, যা নিয়ে এত হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা? ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের (@BCCIWomen) ‘লাইকস’-র প্রথমেই ওই টুইটে লেখা আছে, ‘দিনভর এই থ্রেড (নয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা সদ্য চালু করা হয়েছে), টুইটার, ইনস্টাগ্রাম করে নাও, রাতে তো একটা ওয়েবসাইটেই দেখা হবে।’ কোন ওয়েসবাইটে দেখা হবে, তা অবশ্য কিছু বলেননি ওই ব্যক্তি। কিন্তু বিষয়টি নেটিজেনদের নজরে আসার পরেই ওই ব্যক্তির টুইট ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় ১৩,০০০ ‘লাইক’ পড়েছে। শুধু তাই নয়, ওই টুইটের স্ক্রিনশটও ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: IND vs BAN 1st T20I: দাপুটে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের, বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ শুরু ভারতের
আর সেই ভাইরাল স্ক্রিনশট নিয়েই হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘যখন অ্যাডমিন অ্যাকাউন্ট পালটাতে ভুলে যান।’ একজন বলেছেন, ‘কোন সাইট? ওদের রোজ পর্যালোচনা বৈঠক হয়?’ এক নেটিজেন আবার কিছুটা হতবাক হয়ে গিয়ে বলেছেন, ‘এখনও ওখানে (ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ‘লাইকস’-এ ওই টুইট আছে।’
যে ব্যক্তি ওই টুইট করেছেন, তাঁকেও ট্যাগ করতে থাকেন অনেক নেটিজেন। যে টুইটের কমেন্টে আবার অনেকে বিভিন্ন ওয়েবসাইটের নাম করেছেন। যে তালিকায় বিভিন্ন এডুকেশন অ্যাপ, হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো ওয়েবসাইটের নামও করেছেন নেটিজেনরা। যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের (@BCCIWomen) তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ওই বিতর্কিত টুইট ভারতীয় মহিলা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের (@BCCIWomen) ‘লাইকস’-এ ওই টুইট জ্বলজ্বল করছে।
For all the latest Sports News Click Here