‘রাতের ঘুম উড়েছে’ বাবরদের, তবু অঘটনের আশায় বুক বেঁধে পাকিস্তান
বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে হারের পর থেকেই রাতের ঘুম উড়েছে বাবর আজমদের। বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে একথা স্পষ্ট জানালেন শান মাসুদ। যদিও এখনও সেমিফাইনালে যাওয়ার আশা ছাড়েনি পাকিস্তান। এখনও মিরাকল কিছু ঘটার আশায় বুক বাঁধছেন মাসুদরা।
অঘটন না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশকে হারালেও পাকিস্তানের সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকা অথবা ভারত, কোনও একদল তাদের শেষ ম্যাচে হারলে তবেই রাস্তা খুলতে পারে পাকিস্তানের সামনে। দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে এবং ভারত তাদের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারাবে, এটাই প্রত্যাশিত। সুতরাং, খাতায়-কলমে ভেসে থাকলেও অত্যন্ত জটির অঙ্কের অপর নির্ভর করছে পাকিস্তানের শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা।
এই অবস্থায় পাকিস্তান হাতিয়ার করছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জয়কেই। শান মাসুদ বলেন, ‘এমন সময়ে আমরা দু’টি ম্যাচ হেরে বসি, যা আমাদের ক্ষতি করে দিয়ে যায়। কেননা আমরা এই মুহূর্তে প্রথম দুইয়ে নেই। তবে আমরা আশা ছাড়ছি না। জীবন আমাদের নির্মম সত্যের মুখে দাঁড় করিয়ে দেয়, এটি তেমনই একটি শিক্ষা। দু’টি ম্যাচের হার ছেলেদের মধ্যে গভীর প্রভাব ফেলে। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই। তবে যেভাবে ধাক্কা সামলে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেটাই আমাদের প্রকৃত স্বরূপ তুলে ধরে।’
For all the latest Sports News Click Here