রাজ্য দলে ঝামেলা,এবার IPL-এ একই দলে খেলবেন হুডা ও ক্রুণাল, সামলাতে হবে গম্ভীরকে!
বছরখানেক আগে দু’জনের মধ্যে ঝামেলা চরমে উঠেছিল। ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে টুর্নামেন্ট শুরুর আগে রাজ্য দলের বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দীপক হুডা। এবার আইপিএলে একই দলের হয়ে খেলবেন দুই খেলোয়াড়। নিলামে দু’জনকেই দলে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস।
শনিবার নিলামে ৫.৭৫ কোটি টাকায় দীপককে দলে নেয় কেএল রাহুলদের ফ্র্যাঞ্চাইজি। কিছুক্ষণ পর ক্রুনালের জন্যও ঝাঁপায় লখনউ সুপার জায়েন্টস। ৮.২৫ কোটি টাকা দিয়ে মুম্বই ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডারকে নেন গৌতম গম্ভীররা। তারপরই টুইটারে ছেয়ে গিয়েছে মিম। এক নেটিজেন বলেন, ‘একই দলে (খেলবেন) দীপক হুডা এবং ক্রুনাল পান্ডিয়া। এরকম তারাগুলি (পড়ুন তারকা) কীভাবে একইসঙ্গে থাকবেন?’ অনেকেই মজা করতে থাকেন।
গত বছর সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের আগেই বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মেল করেছিলেন হুডা। দীপক লিখেছিলেন, ‘এই মুহূর্তে আমি খুবই হতাশ এবং মারাত্মক চাপের মধ্যে রয়েছি। গত কয়েকদিন ধরে বিশেষত শেষ দু’দিন আমার দলের অধিনায়ক মিস্টার ক্রুনাল পাণ্ডিয়া আমার সতীর্থ এবং বাইরের রাজ্যের টিম, যাঁরা বরোদায় খেলতে এসেছেন, তাঁদের সামনেই আপত্তিজনক ভাষায় আমায় আক্রমণ করছেন।’ সেই ঝামেলার জেরে পরবর্তীতে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে চলে যান। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে হুডার।
For all the latest Sports News Click Here