রাজ্যের প্রথম ইদ, কলকাতা থেকে কেনাকাটা করেছি: পরীমনি
ইদের আনন্দে মেতেছেন এপার এবং ওপার বাংলার মানুষ। ইদের আনন্দে মেতেছে দুই বাংলার তারকারাও। আর এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ইদ কাটছে তাঁর প্রথম সন্তান শাহিম মহম্মদ রাজ্যকে ঘিরে। মা হওয়ার পর ছেলেই এখন পরীমনির দুনিয়া। আর ‘পরী’ ছেলে রাজ্যের এটা প্রথম ইদ।
তা রাজ্য়ের প্রথম ইদ কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন পরীমনি?
বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে পরীমনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী রাজ মিলে রাজ্যের প্রথম ইদ স্মরণীয় করে তুলতে চান। তাঁর তাঁদের অনেক পরিকল্পনা রয়েছে। ইদে রং মিলিয়ে পোশাক পরবেন ‘পরী’র স্বামী শরিফুল রাজ ও ৮ মাসের ছোট্ট রাজ্য। পরীমনি জানিয়েছেন তাঁর সমস্ত কেনাকাটা হয়ে গিয়েছে। সদ্য় কলকাতায় এসেছিলেন, এখান থেকেও অনেককিছু কিনে নিয়ে ঢাকায় ফিরেছেন পরীমনি। রাজ্য আত্মীয়স্বজনদের থেকেও প্রচুর উপহার পেয়েছে। ‘পরী’, ‘আসলে ও আমার প্রথম সন্তান তো, তাই আদরও অনেক বেশি।’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজে পছন্দ করে ছেলে ইদ স্পেশাল জুতো জামা কিনেছেন।
আরও পড়ুন-‘কেউ প্রশংসা করলে, অন্তত ধন্যবাদটা দিতে হয়’, ইদে ‘ভদ্রতা’র পাঠ পড়ালেন চঞ্চল চৌধুরী
আরও পড়ুন-ঢাকায় এসে ইদের কেনাকাটা করেছি, ভাইবোনেরা আমার থেকে ‘ইদি’ পাওয়ার জন্য বেশ উৎসাহী: মিথিলা
![<p>ছেলে রাজ্যের সঙ্গে পরীমনির নানান মুহূর্ত…</p> <p>ছেলে রাজ্যের সঙ্গে পরীমনির নানান মুহূর্ত…</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/04/22/original/105038385__1682149534042.jpg)
ছেলে রাজ্যের সঙ্গে পরীমনির নানান মুহূর্ত…
এবার প্রথমবার মাথায় ফেজ টুপি আর পাঞ্জাবিতে সাজবে রাজ্য। আর এই বিষয়টাই অভিনেত্রীকে খুশিতে ভরিয়ে দিচ্ছে। পরীমনি জানিয়েছেন শুধু রাজ্য়-ই নয়, শ্বশুড়বাড়ির জন্যও অনেক কেনাকাটা করেছেন তিনি। এবার সকলে মিলে ইদ উদযাপন করবেন। আর স্বামী শরিফুল রাজের জন্যও ‘পরী’র তরফে থাকছে বিশেষ চমক। পরীমনি কখন রাজ্য় ও পরিবারের সঙ্গে ইদ উদযাপনের ছবি পোস্ট করবেন সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত গত বছর ১০ অগস্ট বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ১১ অগস্ট ছেলের প্রথম ছবি পোস্ট করে জানিয়েছেন ছেলের নাম রেখেছেন শাহীম মুহম্মদ রাজ্য। সম্প্রতি ৮ মাস পূর্ণ করেছে পরীর ছেলে।
For all the latest entertainment News Click Here