রাজ্যকে ঘিরেই আবর্তিত জীবন! ছেলেকে কোন স্কুলে পড়াবেন? ভেবে রাখছেন পরীমণি
দেখতে দেখতে এক সপ্তাহ। একরত্তিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরীমণি।
চিকিৎসকের পরামর্শ মেনেই দু’জনকে বাড়িতে আনা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে চেক আপের জন্য যেতে হবে হাসপাতালে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে তেমনই জানিয়েছেন পরীমণির স্বামী শরিফুল রাজ। সন্তানের আগমনে যারপরনাই খুশি তিনি। অভিনেতার বিশ্বাস, তাঁর স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মা হবেন।
আপাতত ছেলে রাজ্যকে ঘিরেই আবর্তিত পরীর জীবন। তাকে নিয়েই দিন কাটছে তাঁর। রাজ বললেন, ‘বিছানায় শুয়ে ছেলের সঙ্গে সারা ক্ষণ খেলে পরী। মাঝেমধ্যে তাকে রাজ্য রাজ্য বলে ডাকতে থাকে। ছেলে পরীর দিকে একটু তাকালেই ওর যেন মাথা খারাপ হয়ে যায়। সে যে কী খুশি হয়, চিৎকার করে ওঠে।’
(আরও পড়ুন: ‘আমার ডানা বেড়ে গেল’, সন্তানকে পেয়ে সব ভুলেছেন পরীমণি, ছেলেকে নিয়েই কাটছে দিন)
সন্তানকে কাছছাড়া করছেন না পরী। সারাক্ষণ চোখে চোখে রাখছেন তাকে। রাজ জানালেন, স্ত্রীকে এত খুশি তিনি আগে কখনও দেখেননি। অনেক কষ্টের পর জীবনের সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘রাজ্যকে পেয়ে যেন সারা রাজ্যের আনন্দ পরীর চোখেমুখে।’
(আরও পড়ুন: ‘আমি পেরেছি’! প্রথম বার সন্তানকে দেখে কী করলেন পরীমণি? ভিডিয়ো দিলেন স্বামী রাজ)
ছেলের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন পরীমণি। তাকে কোন স্কুলে পড়াবেন, কী ভাবে বড় করবেন, তা আগাম ভেবে রাখছেন অভিনেত্রী।
রাজ এবং পরী মিলে ছেলের নাম রেখেছেন রাজ্য। তার জন্মের পর মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন রাজ। একরত্তিকে বুকে আগলে রাখতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই দু’জনের প্রথম দেখা।
পরীর মতো রাজেরও নতুন অধ্যায় শুরু। বেড়ে গিয়েছে দায়িত্ব। স্ত্রী এবং ছেলেকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন।
For all the latest entertainment News Click Here