‘রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, বিচ্ছেদ হয়েই গেছে’, পঞ্চম বিয়েও ভাঙলো পরীমনির!
আবারও বিচ্ছেদের সুর ওপার বাংলার বহুচর্চিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসারে! দুজনের বিয়ের বয়স সবে দেড় বছর, এর মধ্যেই দ্বিতীয়বার ভাঙনের মুখে দাম্পত্য সম্পর্ক। এর আগে গত নভেম্বর মাসে বিদ্যা সিনহা মিমকে ঘিরে রাজ-পরীর মধ্যে ঝামেলা বেঁধেছিল, একরত্তি ছেলের মুখ চেয়ে সমস্যা খানিক মিটিয়ে নিলেও ফের পথ আলাদা দুজনের। গত দু-সপ্তাহ ধরে এক ছাদের তলায় থাকছেন না এই দম্পতি। এর মাঝেই রাজের সঙ্গে ডিভোর্স নিয়ে বিস্ফোরক পরীমনি।
গত ২৯শে মে শরিফুল রাজের ফেসবুক পেজ থেকে তিন বাংলাদেশি নায়িকার কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো ফাঁস হয়। সেই নিয়ে তোলপাড়ের মাঝেই পরীমনি জানিয়েছিলেন গত ২০শে মে থেকে শরীফুল তাঁর সঙ্গে থাকে না। নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে রাজ বাড়ি ছেড়েছে, ফোনটাও আর ধরে না।
পরীমনির বক্তব্যের পালটা রাজ জানান, ‘পরীমনি ভালো করেই জানে কেন আমি বাড়ি ছেড়েছি’। তাঁর নামে ‘মিথ্যাচার’ করছে স্ত্রী অভিযোগ শরিফুল রাজের।
প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, রাজের পরিচালক বন্ধু গিয়াস উদ্দিন সেলিম ২০শে মে-র রাতে তাঁকে জানায় রাজ পরীমনির সঙ্গে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী নয়, পালটা পরীমনি স্পষ্ট করেন- ‘তাহলে ও ডিভোর্স দিক আমাকে’। বিচ্ছেদের পর ছেলে রাজ্য তাঁর কাছেই থাকবে স্পষ্ট জানিয়ে দেন পরীমনি। তিনি বলেন, ‘বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে (রাজ) বাচ্চা দেখতে আসতে পারবে। তবে শর্ত, সে অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেব না।’
পরীমনি আরও বলেন, মিমকে নিয়ে তাঁদের সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছিল তারপর থেকে আর স্বাভাবিক হয়নি দাম্পত্য জীবন। বাকি পুরোটাই ছিল ‘লোকদেখানো’। এমনকি দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি পরীমনির খোঁজ পর্যন্ত নেয়নি স্বামী, অভিযোগ অভিনেত্রীর। তিনি বলেন, ‘রাজের সঙ্গে এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’
তাহলে কি পঞ্চমবার বিচ্ছেদের পথে পরীমনি? এই প্রশ্নে তাঁর স্পষ্ট জবাব- ‘ও তো সংসার ছেড়ে চলেই গেছে। বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর ভাবতে চাই না শরিফুল রাজ আমার জামাই (স্বামী)।….আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’ আগামী ১০ই অগস্ট এক বছরে পড়বে রাজ-পরীমনির পুত্র সন্তান রাজ্য। ছেলের জন্য এখন আফসোস হচ্ছে নায়িকার। বাবা-মাকে নিয়ে সুখী জীবন পাবে না সন্তান, সেই কথা ভেবেই ঘুম উড়েছে তাঁর। যদিও এর দায়ভার রাজের ঘাড়েই দিলেন পরীমনি।
২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরে সামাজিকভাবে ফের বিয়ে সারেন রাজ-পরীমনি।
For all the latest entertainment News Click Here