রাজা-মধুবনীর কোলে আসছে ২য় সন্তান, শুভেচ্ছাবার্তার জবাব দিলেন অভিনেত্রীর শাশুড়ি
ফের মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। গত বছরের শেষদিকে এমন খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারণটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মধুবনীর একটি ছবি। গত ৮ ফেব্রুয়ারি মধুবনী বেবিবাম্পের একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশানে লিখেছিলেন ‘ব্লেসড’। আর এরপরেই মধুবনীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এদিকে অভিনেত্রীর দ্বিতীয়বার মা হতে চলার খবরে নেটপাড়ার সকলের বিস্মিত প্রশ্ন, কেশবের বয়স এখনও ২ বছর হয়নি, এরই মধ্যে ফের অন্তঃসত্ত্বা মধুবনী?
অবশেষে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুলেছেন মধুবনী গোস্বামী। মধুবনী ও তাঁর স্বামী রাজার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তারকা দম্পতি তাঁদের দৈনন্দিন জীবনের টুকিটাকি তুলে ধরেন। শিবরাত্রি উপলক্ষ্যে নিজের সেই ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিয়োতেই দ্বিতীয়বার মা হওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। যেখানে মধুবনীকে তাঁর শশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। মধুবনী তাঁকে অনুরোধ করেন, ‘তুমি কিছু বলো এটা নিয়ে।
প্রসঙ্গত, মধুবনী সোশ্যাল মিডিয়ায় তাঁর বেবিবাম্পের যে ছবি পোস্ট করেছিলেন, সেটা আসলে ছিল থ্রোব্যাক ছবি, যা তিনি নিজের স্যালোঁর প্রচারের জন্য পোস্ট করেছিলেন। শুধু ক্যাপশনে বা হ্যাশট্যাগে ‘Throw Back’ কথাটা লিখতেই ভুলে গিয়েছিলেন। ফলে নেটিজেনদের প্রশ্নবাণে পড়তে হয় বৈকি।
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় রাজা আর মধুবনীর জুটি। ভালোবাসা ডট কমের সেটে যে প্রেমের সূত্রপাত হয়েছিল তা পরিণতি পায় ২০১৬ সালে। ১১ বছর প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। এরপর ২০২১ সালের এপ্রিল জন্ম হয় তাঁদের ছেলে কেশবের। এখন যার বয়স ১ বছর ১০ মাস। আর দু’ মাস পরেই রয়েছে কেশবের জন্মদিন।
কাজের সূত্রে মধুবনীকে শেষ দেখা গিয়েছে ‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো-তে। আপাতত ছেলের সঙ্গেই সময় কাটাতে চান। এত জলদি ক্যামেরার সামনে ফেরার শখও নেই কোনও। যদিও ভ্লগিং করেন রোজ। নিজের পার্লারের দেখাশোনাও করেন। রাজ এতদিন ছিল ‘খড়কুটো’-তে। আর এখন তাঁকে দেখা যাচ্ছে ‘ধুলোকণা’-তে।
For all the latest entertainment News Click Here