রাজার ইচ্ছে সত্বেও পর্দা বিমুখ মধুবনী, কেন? ফাঁস করলেন বিয়ের ফুলের নায়ক
বাংলা ধারাবাহিক জগতের আজও অন্যতম বিখ্যাত নাম হয়ে আছে স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’। আর এই ধারাবাহিক দিয়েই প্রচারের আলোয় আসেন, খ্যাতি পান মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। এখান থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত হয়। তারপর একে একে প্রেম এবং বিয়ে। বর্তমানে তাঁদের সংসারে একরত্তির আগমন ঘটেছে। এক ছেলের বাবা-মা হয়েছেন তাঁরা। তবে বিয়ের পর থেকেই ভীষণ রকম কাজ করা কমিয়ে দেন পর্দার ‘তোড়া’ ওরফে মধুবনী। যদিও রাজা কিন্তু এখন বেশ নানা ধারাবাহিকে, নানা চ্যানেলে কাজ করছেন। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে সান বাংলার ‘বিয়ের ফুল’ সিরিয়ালে। বর কাজ করলেও মধুবনীকে কেন আর দেখা যায় না পর্দায় এই নিয়ে চলেছে বহু আলোচনা, চর্চা। অনেকেই দাবি করেন রাজার জন্যই নাকি আর কাজ করতে পারেন না তিনি।
অনেকেই ভাবেন মধুবনীর শ্বশুরবাড়ির জন্যই হয়তো তিনি আর কাজে ফিরতে পারছেন না। যেমনটা আরও অনেক মেয়েকেই এই দেশে ফেস করতে হয়। কিন্তু সত্যিটা কী? রাজা নিজেই জানালেন এবার।
‘বিয়ের ফুল’ ধারাবাহিকের মাধ্যমে মূল চরিত্রে কামব্যাক করলেন রাজা। কিন্তু তাঁর স্ত্রীকে কেন আর পর্দায় দেখা যায় না সেই প্রসঙ্গে আনন্দবাজারকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি চাই মধুবনী অভিনয় করুক। আমি নিজে ওকে রোজ রোজ কাজ করার কথা বলি। আগে আমার মা বলতেন ছেলে মানুষ করা কি মুখের কথা। এখন মধুবনীকে দেখে সেটা সত্যি উপলব্ধি করতে পারি। আমি তো রোজ কাজে বেরিয়ে যাই, ঘরের পুরোটা, ছেলেকে ওকেই সামলাতে হয়। কেশব তো বড় হচ্ছে, আর মধুবনীকে ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। কেশব একটু বড় হয়ে গেলেই আমি নিজেই ওকে ফের জোর করে কাজে পাঠাব।’
যদিও অভিনয় করছেন না বলে যে মধুবনী হাউজ ওয়াইফ হয়ে রয়েছেন এমনটা কিন্তু একদমই নয়। তাঁর নিজের ব্যবসা আছে। সেটা সামলান তিনি দক্ষ হাতে। তিনি একট পার্লার খুলেছেন। ছেলে এবং পার্লার সামলানোয় মন দিয়েছেন তিনি। যদিও তাঁর ভক্তরা আবার তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন।
For all the latest entertainment News Click Here