রাজামৌলির সঙ্গে কাজ করবেন দীপিকা! বিপরীতে কোন জনপ্রিয় দক্ষিণী নায়ক?
এস এস রাজামৌলির পরিচালনায় কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সেই ছবিতে তিনি জুটি বাঁধবেন দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
ইতিমধ্যেই একাধিক দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক বড় তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন দীপিকা। এ বার রাজামৌলির ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ‘মস্তানি’। সব ঠিক থাকলে এই প্রথম পর্দায় জুটি হিসেবে আবির্ভাব হবে দীপিকা-মহেশ জুটির। এ বিষয়ে যদিও নির্মাতারা এখনও কোনও মন্তব্য করেননি।
ইতিমধ্যেই তেলুগু ছবিতে হাতেখড়ি হয়েছে রণবীর-পত্নীর। ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’-তে কাজ করছেন তিনি। এই ছবিতে দীপিকা এবং প্রভাসের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।
দীপিকার সঙ্গে প্রথম হলেও রণবীর সিংয়ের সঙ্গে পর্দায় আগেই জুটি বেঁধেছেন মহেশ। একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন দুই ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই তারকা। রণবীর জানিয়েছিলেন, মহেশের সঙ্গে কাজ করতে পেরে তিনি কৃতার্থ। তাঁকে ‘বিগ ব্রাদার’ বলে সম্বোধন করেছিলেন পর্দার খিলজি।
(আরও পড়ুন: পৃথিবীর সেরা ১০ সুন্দরীর তালিকায় ভারত থেকে শুধু দীপিকা, এটা নাকি বলছে বিজ্ঞান)
দীপিকার সঙ্গে কাজ প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও রাজামৌলির ছবি নিয়ে মহেশ বলেন, ‘এই ছবি নিয়ে এখনই খুব বেশি কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এস এস রাজামৌলির সঙ্গে কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বহু দিন ধরেই একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। সত্যিই খুব ভালো লাগছে।’
(আরও পড়ুন: ‘হিন্দুত্ব আর হিন্দুধর্ম এক নয়’, বিদেশিদের সামনে কেন এমন বললেন রাজমৌলি)
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’-য়। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ আরও একবার জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে পরের বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার।
For all the latest entertainment News Click Here