রাজামৌলিকে সিন্ধু সভ্যতা নিয়ে ছবি বানানোর পরামর্শ আনন্দ মাহিন্দ্রার
মাহিন্দ্রা গ্রুপের (Mahindra Group) চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এবার পরিচালক এসএস রাজামৌলিকে (SS Rajamouli) সিন্ধু সভ্যতা (Indus Valley Civilization) নিয়ে ছবি বানানোর পরামর্শ দিলেন। টুইটারে আনন্দ এই প্রাচীন সভ্যতার শহরগুলোর কিছু ছবি পোস্ট করেন। তিনি হরপ্পা, মহেঞ্জোদারো, ঢোলাবিরা, লোথাল, কালিবঙ্গান, রাখিগড়ি, রূপার, চানহু দারোর ছবি পোস্ট করেন। আনন্দ মাহিরা এই ছবিগুলো পোস্ট করে লেখেন, ‘এই দুর্দান্ত ছবিগুলো যেন আমাদের ইতিহাসকে জীবন্ত করে তুলল। আমাদের ভাবনাকে নতুন মাত্রা দিল। এসএস রাজামৌলিকে বলছি তিনি যেন একটি ছবি বানান এই যুগের উপর যা এই প্রাচীন সভ্যতা নিয়ে গোটা বিশ্বকে সচেতন করবে। নতুন বার্তা দেবে।’
পরিচালক তাতে উত্তর দিয়ে বলেন, ‘হ্যাঁ স্যার আমরা মগধীরার জন্য ঢোলাবিরায় শুট করেছিলাম। আমরা এখানে শুট করার সময় এমন একটা গাছ দেখেছিলাম যা নিজেই একটা ফসিলে পরিণত হয়েছিল। ভেবেছি সিন্ধু সভ্যতার উত্থান, পতন নিয়ে একটা ছবি তৈরি করব যার প্রেক্ষাপটে বা গল্প কথক হিসেবে থাকবে এই গাছ। বেশ কিছু বছর পর পাকিস্তানে গেছিলাম। মহেঞ্জোদারোতে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় অনুমতি পাইনি।’
তাঁর এই উত্তর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন আনন্দ। বলেন, ‘শুনে ভীষন খুশি হলাম। কাজ শুরু করুন।’ এক ব্যক্তি লেখেন, ‘মগধীরা এসএস রাজামৌলি স্যারের অন্যতম ভালো কাজ। ওঁর হাতে এই ছবি দারুণ ভাবে তৈরি হবে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আপনি যদি ঐতিহাসিক ছবির উপর আরও বেশি করে মনোনিবেশ করেন এবং তাতে নিজের মাধুরী মেশান তাহলে সেটা আগামী প্রজন্মের জন্য বেশ ভালো হবে।’
২০০৯ সালে এসএস রাজামৌলি পরিচালিত মগধীরা মুক্তি পেয়েছিল। এটি একটি ফ্যান্টাসি অ্যাকশন ছবি। ছবিটা তেলুগু ভাষায় মুক্তি রয়েছিল। রাম চরণ, কাজল আগরওয়াল, দেব গিল প্রমুখকে দেখা গিয়েছিল এখানে।
প্রসঙ্গত এসএস রাজামৌলির ছবি আরআরআর (RRR) সদ্যই এবার অস্কার জিতেছে। এক ছবির নাটু নাটু (Natu Natu) গানটি অস্কার জয় করেছে। এখানে রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাটকে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here