রাজনৈতিক মতবাদ ভুলে অনুরাগের সঙ্গে কাজ করতে চান অনুপম! বললেন এতে কেউ ছোট হয় না
সম্প্রতি অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) জানালেন তিনি নাকি বারবার অনুপম খেরের (Anupam Kher) কাছে যান। যদিও এর নেপথ্যে একটি বিশেষ কারণ আছে। তাঁরা দুজনেই একই চিকিৎসককে দেখান। অনুরাগ এবং অনুপম দুজনেই ভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তবুও নাকি অনুপম তাঁকে বারবার পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা একসঙ্গে কাজ করতে পারেন।
এই কথার বিষয়ে একটি নতুন সাক্ষাৎকারের অনুপম জানিয়েছেন কাজ চাইতে তাঁর খারাপ লাগে না। তিনি কিছু মনেও করেন না। একই সঙ্গে খানিকটা ভূতের মুখে রামনাম করার মতোই তাঁর গলায় অনুরাগের প্রশংসা শোনা যায়। তিনি এই পরিচালকের ছবির প্রশংসা করেন। যদিও এর আগে একাধিকবার তিনি অনুরাগের মতবাদের বিরোধিতা করেছেন। এই তো গতবছর অনুরাগ যখন বলেন বলিউডে ছবিগুলো যে হলে চলছে না, কেন চলছে না সেটার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তখন অনুপম তাঁর কথার উত্তরে বলেছিলেন ‘ও কী ভাবল, কী বিশ্বাস করল সেটা জরুরি নয়।’
সম্প্রতি লাল্লানটপ একটি সাক্ষাৎকারে অনুপমকে জিজ্ঞেস করে যে রাজনৈতিক মতবাদ কি বলিউডে বিভেদ সৃষ্টি করেছে? উত্তরে অভিনেতা বলেন, ‘আমি এমন কোনও সাক্ষাৎকার দেখিনি। তবে হ্যাঁ আমাদের চিকিৎসকের ওখানে হামেশাই দেখা হতে থাকে। আর আমি কারও থেকে কাজ চাওয়াকে খারাপ বলে মনে করি না। কাজ চাইলে কেউ ছোট হয় না। আমার ওর সঙ্গে কাজ করতে ভালো লাগবে। ওর বানানো বেশ কিছু ছবি খুব সুন্দর। গ্যাংস অব ওয়াসিপুর খুব ভালো ছবি ছিল। ঠিক তেমনই ভালো ছিল ব্ল্যাক ফ্রাইডে। ওর সদ্য বানানো ছবিগুলো দেখা হয়নি আমার। তবে ও ভীষণ ভালো পরিচালক। আমাদের রাজনৈতিক মতবাদ আমাদের কাজের ক্ষেত্রে অন্তরায় হবে না।’
তিনি তাঁর বক্তব্যকে ব্যাখ্যা করে বলেন, ‘আপনি যখন চিকিৎসকের কাছে যান তিনি আপনার চিকিৎসা এই কারণে করেন না যে আপনার মতবাদ মিলছে। আর রাজনৈতিক মতবাদে বিশ্বাসী হওয়া খারাপ নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখন এই বিষয়টাকে অন্য চোখে দেখছি। সোশ্যাল মিডিয়ার যুগের আগেও বলিউডে বিভিন্ন মতবাদের মানুষ ছিল। কিন্তু সেটা সবাই জানতেন না।’
অনুপম কাশ্যপ এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন ‘একগুঁয়ে মানুষ আমার ভালো লাগে না। যাঁরা নিজ মতবাদ অন্যের উপর চাপিয়ে দেন তাঁদের আমার ভালো লাগে না। আমি তো মাঝেমধ্যে অনুপম খেরের সঙ্গে দেখা করি। আমাদের চিকিৎসক এক। উনি আমায় বারবার জিজ্ঞেস করেন যে আমরা কেন একসঙ্গে কাজ করি না। কবে কাজ করব।’
অনুপম খের বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করেছেন। কিন্তু এখন তিনি অফ স্ক্রিন পার্সোনালিটি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। রাজনীতি নিয়ে সরব থাকেন ইদানিংকালে। আর সেটা তাঁর সাম্প্রতিককালের কাজের ধরনে প্রতিফলিত হয়।
For all the latest entertainment News Click Here