রাজনীতির সঙ্গে কেন ক্রিকেট জড়ানো হচ্ছে? বাবরদের ভারতে আসার পক্ষে সরব মিসবাহ
ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের অংশ গ্রহণের পক্ষে সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক। তাঁর স্পষ্ট দাবি, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে দল না পাঠানোর অর্থ হবে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের দুই দেশের মধ্যে রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হওয়ার সুযোগ থেকে ভক্তদের বঞ্চিত করা।
এক অনুষ্ঠানে ৪৯ বছরের প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন যে, ‘যখন দুই দেশ একসঙ্গে অন্য খেলায় অংশ নিতে পারে, তখন ক্রিকেটে কেন নয়। ক্রিকেটকে রাজনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে কেন? ভক্তদের দুই দেশের মধ্যে লড়াই সুযোগ সুযোগ থেকে বঞ্চিত করাটা সঠিক কাজ হবে না।’
১১,০০০-এর বেশি আন্তর্জাতিক রানের অধিকারী এই ব্যাটসম্যান যোগ করেছেন, ‘পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে এটা বড় অবিচার করা হবে।’
আরও পড়ুন: ফের ব্যর্থ পূজারা, সূর্য, পৃথ্বীরা- পশ্চিমাঞ্চলকে লড়াইয়ে রাখলেন দলের অধিনায়ক
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি আইসিসি এবং বিসিসিআইকে জানিয়েছে যে, দুই দেশের মধ্যে ডামাডোলের কারণে, এই বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের অংশগ্রহণ সরকারী অনুমোদনের উপর নির্ভর করছে।
রাজনৈতিক উত্তেজনার কারণেই পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপের ম্যাচ খেলতে রাজি হয়নি। মহাদেশীয় টুর্নামেন্টকে ঘিরে কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর, এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটি হাইব্রিড মডেল ঘোষণা করেছে। সেই মডেল অনুযায়ী এবারের এশিয়া কাপ হবে। যে টুর্নামেন্ট ৩১ অগস্ট থেকে শুরু হবে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানে চারটি ম্যাচ হবে। এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ন’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কিরণ মোরেকে হ্যালো বলেননি, তাই বরোদার প্রাক্তনীকে কোচ হতে বাধা- চোটে লাল ইরফান
পিসিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকা আশরাফ ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার পক্ষে এবার সরব হয়েছেন। মিসবাহের মতে, এবার পাকিস্তানের জন্য সময় এসেছে ভারত সফর করার। এবং ভারতেরও একই ভাবে পাকিস্তানে এসে ম্যাচ খেলা উচিত।
মিসবাহ বলেছেন, ‘অবশ্যই ভারতে গিয়ে পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। আমি ভারতে যত বার খেলেছি, সেখানকার ক্রিকেট উন্মাদনা উপভোগ করেছি। কারণ এটি আপনাকে অনুপ্রেরণা দেয় এবং ভারতের কন্ডিশন আমাদের জন্য উপযুক্ত। আমাদের দলের ভারতীয় কন্ডিশনে ভালো করার ক্ষমতা আছে।’
মিসবাহের মনে করেন, সব ভুলে খেলোয়াড়দের এখন একমাত্র ফোকাস হওয়া উচিত বিশ্বকাপে ভালো ফল করা। তিনি বলেছেন, ‘খেলার বাইরে কী ঘটছে, তা নিয়ে পাকিস্তান টিমের ভাবা উচিত নয়। ভারতে বিশ্বকাপে ভালো করার মূল চাবিকাঠি হল, নির্দিষ্ট ভেন্যুতে এবং নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেন ঠিক করা।’
For all the latest Sports News Click Here