রাজনীতির আঙিনাতেও পরিণীতির সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন পিছু ছাড়ছে না! রাঘব বললেন…
রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার প্রেমের আঁচ এখন দিল্লির রাজনীতিতেও। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির প্রেম এখন ‘ওপেন সিক্রেট’। শোনা গিয়েছিল ১০ই এপ্রিল নাকি বাগদান পর্ব সারবেন দুজনে, তেমনটা না ঘটলেও এইদিন দারুণ সুখবর এসেছে রাঘবের জীবনে, জাতীয় দলের তকমা পেয়েছে আম আদমি পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এযেন রাঘবকে বাগদানের রিটার্ন গিফট! খুশিতে ডগমগ রাজ্যসভার ইতিহাসের সবচেয়ে তরুণ সাংসদ। কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে গিয়েও উঠে এল পরিণীতি প্রসঙ্গ।
এনগেজমেন্ট আর বিয়ের নিয়ে প্রশ্ন করতেই এক গাল হাসি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, এবার রাজনীতি থেকে ফোকাস বদলে পরিণীতিতে নিয়ে আসুন। বিয়েটা কবে? শুনেই রাঘব চড্ডার চটপট জবাব, ‘এটা নিয়ে পরে কথা হবে। আজ আম আদমি পার্টিকে সেলিব্রেট করার দিন। আমরা জাতীয় দলের মর্যাদা পেয়েছি। পরে একসময় এটা নিয়ে (বিয়ে) গোটা একটা সাক্ষাৎকার দেব’।
ওদিকে সোমবার রাতেই লন্ডন থেকে মুম্বইয়ে ফেরেন পরিণীতি। সুতরাং ১০ই এপ্রিল এনগেজমেন্টটা যে দুজনে সারেননি তা স্পষ্ট। কিন্তু শুভদিন খুব বেশি দূর নয়, তাই বলছে পরিচিত মহল। এদিকে রাঘব বলছেন, ‘যখন হবে তখন সবাই জানতে পারবে, আমি পুরো সাক্ষাৎকার দেব’।
গত মাসেই মুম্বইয়ে লাঞ্চ ডেটে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন পরিণীতি-রাঘব। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু। প্রেম নিয়ে খুব বেশি লুকোচুরি না করলেও প্রকাশ্য়ে সম্পর্ক নিয়ে এখনই মুখ খুলতে না-রাজ দুজনে। কিন্তু পরিণীতির সহ-অভিনেতা হার্ডি সান্ধু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন আগেই। জানিয়েছেন পরিণীতির প্রেমের খবর একদম সত্যি, আর বন্ধুর জন্য তিনি বেজায় খুশি। স্পাই থ্রিলার ‘কোড নেম: তিরঙ্গা’ তে হার্ডি সান্ধুর সঙ্গে কাজ করেছেন পরিণীতি। অভিনেতার তথা গায়কের কথায়, ‘আমি খুব খুশি পরিণীতির জন্য, অবশেষে ও বিয়ে করছে, ওর জন্য অনেক শুভেচ্ছা’।
ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেললেও ব্যক্তিগত জীবন নিয়ে খুবই চাপা। এর আগে পরিচালক মণীশ শর্মা এবং সহ-পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে নাম জড়ালেও এইভাবে ফুলে ফেঁপে উঠেনি প্রেমের গুঞ্জন। সূত্রের খবর ব্যান্ড-বাজা-বারাতের প্রস্তুতি নাকি তুঙ্গে। বিয়ের পোশাক নিয়েও নাকি ভাবনা-চিন্তা শুরু করে ফেলেছেন নায়িকা। সদ্যই মণীশ মালহোত্রার বাড়িতে লেন্সবন্দি হন পরিণীতি। যা তাঁর বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে। এখন দেখবার কবে শুভকাজটা সারেন রাঘব-পরিণীতি!
For all the latest entertainment News Click Here