রাজকুমারের বিলাসবহুল ডুপ্লেক্স চোখ ধাঁধায়, তবে এই ছোট্ট কোণটাই কেন বেশি পছন্দ?
বলিউডে নিজের জেরে নাম করেছেন রাজকুমার রাও। কোনও বাবা-দাদা না থাকলেও যে ফিল্মি কেরিয়ারের ভিত মজবুত করা যায় তা প্রমাণ করেছেন তিনি। একের পর এক হিট উপহার দিয়েছেন। ছোটবেলায় স্কুল-কলেজে থাকাকালীন ৭২ কিমি সাইকেল চালিয়ে যেতেন এমনও হয়েছে। তবে এখন তিনি সুপ্রতিষ্ঠিত। মুম্বইতে বিলাসবহুল বাড়ি কিনেছেন। যার অন্দরসাজ সত্যি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।
বউ পত্রলেখাকে নিয়ে আন্ধেরির ওবেরয় স্প্রিংসে থাকেন রাজকুমার। এই একই বাড়িতে থাকেন ভিকি কৌশল। আরও অনেক তারকারই ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংয়ে। ইনস্টাগ্রামে রাজকুমার আর পত্রলেখা যে ছবি শেয়ার করে থাকেন তাতে তাঁদের ঘরের আনাচ-কানাচ চোখে পড়ে। ২০২১ সালে একটি রঙের ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশনে নিজের বাড়ির অন্দরমহল ঘুরিয়ে দেখিয়েছিলেন। আরও পড়ুন: এ যে কোটি কোট টাকা! ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়া-রণবীর-অমিতাভের পারিশ্রমিক অবিশ্বাস্য
ঘরের ভিতরে মূলত সাদা আর নীল রং ব্যবহার করা হয়েছে, যা রাজকুমারকে খুব শান্তি দেয়। ব্যবহার করা হয়েছে একাধিক মডার্ন আর অ্যাবস্ট্র্যাক্ট পেইন্টিং।লিভিং রুমে রয়েছে একটা বড় বারান্দা আর ছড়ানো সোফা। একপাশে রয়েছে থাইল্যান্ড থেকে আনানো একটা বড় বুদ্ধমূর্তি আর একটা গণেশ মূর্তি।
বাড়ি ঘুরে দেখানোর সময়তেই রাজকুমার জানিয়েছিলেন, ‘গুরগাঁও তে বড় হয়েছেন তিনি। মোট ছিলেন ১৬জন সদস্য। সবাই একসঙ্গে থাকতেন যৌথ পরিবারে। প্রথম যখন মুম্বই আসেন দুই বন্ধুর সঙ্গে রুম শেয়ার করতেন আর ঘুমোতেন মেঝেতে।’ এরপর আরও একটা বাড়িতে শিফট করেন রাজকুমার থাকতেন খুব ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে। সেখানে থাকাকালীনই আসে প্রথম ছবি। পান জাতীয় পুরস্কার। আরও পড়ুন: সেরা অভিনেতা রণবীর, সেরা অভিনেত্রী কৃতি, ফিল্মফেয়ারের বিজয়ী তালিকা-জুড়ে শুধুই শেরশাহ আর উধম
ওবেরয় স্প্রিংসের দুটো তলা নিয়ে থাকেন এখন রাজকুমার আর পত্রলেখা। অভিনেতা জানান, তাঁরা দুজন মিলে প্রায় দুই বছর ধরে ঘরের সাজের জন্য জিনিস কিনেছেন। তাঁদের ডুপ্লেক্সে রয়েছে একটা ব্যালকনিও। তবে রাজকুমারের সবচেয়ে পছন্দের জায়গা হল বাড়ির এক কোনা, যেখানে রয়েছে সাদা একটা সোফা। আর পিছনে টাঙানো শেল্ফে নানা ধরনের বই। অভিনেতা জানিয়েছিলেন, দিনের বেশিরভাগ সময়টা তিনি সেখানেই কাটান কুকুর গাগার সঙ্গে বসে। কখনও বই পড়েন, কখনও স্ক্রিপ্ট আবার কখনও দেখেন পছন্দের কোনও কনটেন্ট।
প্রসঙ্গত চলতি বছরে জুহুতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের থেকে একটি ট্রিপ্লেক্স কিনেছেন রাজকুমার আর পত্রলেখা ৪৩.৮৭ কোটি খরচ করে।
For all the latest entertainment News Click Here