রাকুলকে ইডির তলব! মাদক সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় দিতে হবে হাজিরা
মাদক বিতর্ক পিছু ছাড়ছে না রকুল প্রীত সিং-এর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড যে সকল নায়িকার নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম ‘আইয়ারি’ তারকা রাকুল প্রীত সিং। এবার টলিউড (তেলুগু) ইন্ডাস্ট্রির মাদকযোগ মামলাতেও রেহাই নেই রাকুলের। মাদক সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় ইডির সমন হাতে পেলেন নায়িকা। শুক্রবার ইডির আধিকারিকরা জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ ১৯শে ডিসেম্বর ইডির অফিসাররা জেরা করবেন অভিনেত্রীকে।
এর আগে এই মামলায় গত ৩রা সেপ্টেম্বর ২০২১-এ জেরা করা হয়েছিল রাকুলকে। গত চার বছর ধরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে ছড়িয়ে থাকা মাদকচক্রের রহস্য ভেদের চেষ্টা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৭ সালের জুলাই মাসে এই মাদককাণ্ড মাথাচাড়া দিয়েচিল। সঙ্গীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্য়ের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক মিলেছিল তার কাছে।এই মামলার রহস্যজট খুলতে ইডি আধাকারিকরা রবি তেজা,নভদীপ, তানিশ, তরুণ, মুমাইথ খান, রাণা দগ্গুবতি-,সহ বহু তারকা ব্যক্তিত্বকেই জেরা করেছেন।
এই ইডি আধিকারিক জানিয়েছেন, সবমিলিয়ে প্রায় ১২টি মামলা দাখিল হয়েছে, যার মধ্যে ১১টি মামলার চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। টলিউড তারকাদের মূলত রাজসাক্ষী হিসাবেই ডাকা হচ্ছে, চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম নেই সেলেবদের।
নিজের ব্যক্তিগত জীবনের জন্য গত কয়েক মাসে চর্চায় রয়েছেন রাকুল। অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে আপতত সম্পর্কে রয়েছেন, প্রকাশ্যেই প্রেম সম্পর্কের কথা শিকারও করেনিয়েছেন তিনি। আগামিতে ‘ছত্রিওয়ালি’ এবং ‘মেরি পত্নি কা রিমেক’ ছবিতে দেখা যাহে রাকুলপ্রীত সিং-কে।
For all the latest entertainment News Click Here