‘রাইমা সবচেয়ে অপছন্দের সহ-অভিনেত্রী’, বেফাঁস পরমব্রত! বললেন-‘ওঁর অভিনয়ে মন নেই’
প্রথমবার পর্দায় একসঙ্গে তাঁরা ধরা দিয়েছিলেন ‘নিশিযাপন’ ছবিতে। তারপর সময় যত গড়িয়েছে অনস্ক্রিনে তাঁদের ‘যাপন’ দীর্ঘায়িত হয়েছে। ‘বং কানেকশন’ ছবিতে ব্যাপক প্রশংসা কুড়ান পরম-রাইমা জুটি, এরপর কেটে গিয়েছে সুদীর্ঘ ১৭ বছর, রুপোলি পর্দায় তাঁদের রসায়ন আজও চোখ টানে। পরবর্তীতে ‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তশাপ’ থেকে ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে একসাথে পাওয়া গিয়েছে এই জুটিকে। বাংলা সিনেমার এই হিট জুটিকে খুব শীঘ্রই ফের পর্দায় দেখা যাবে। ‘হাওয়া বদল ২’ নিয়ে ফিরছেন তাঁরা। এর মাঝেই কো-স্টার তথা বন্ধু রাইমাকে নিয়ে বড় বয়ান ‘ফেলুদা’ পরমের।
পরমব্রতর কথায়, রাইমা সেন তাঁর সবচেয়ে ‘অপছন্দের সহ-অভিনেত্রী’। তবে এটা জানলে চমকে যাবেন পরমব্রতর সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রীর নাম কী? সেই নাম হল রাইমা সেন! অবাক হচ্ছেন তো? আসলে পরমব্রতর কথায়, তাঁর রাইমা সহ-অভিনেত্রী হিসাবে তাঁর সবচেয়ে অপছন্দের আবার পছন্দেরও। কারণ হিসাবে তিনি বলেন, ‘আমার মোস্ট-ফেবারিট কো-অ্যাক্টর যে, আবার লিস্ট-ফেবারিট কো-অ্যাক্টরও সে, রাইমা সেন। সবচেয়ে পছন্দের কেন? কারণ ও পুরো ডার্লিং, ওর সাথে হ্যাং আউট করাটা সৌভাগ্যের। রাইমার মতো মজার মানুষ খুব কম আছে। আর অপছন্দ করার কারণ? ওর অভিনয়ে একদম মন নেই। ও নয় পরিচালকের কাছে, নয় তো সহ-অভিনেতা মানে আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসে, আর বলে পাখি পড়ানোর মতো এটা পড়িয়ে দাও। আমার তো মাঝে মাঝে মনে হয় ওর কাজটা আমি করে দিচ্ছি, তাহলে পারিশ্রমিকটাও আমার পাওয়া উচিত’।
আজ রাইমা পরমব্রতর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর একজন হলেও। শুরুর দিকে কিন্তু মোটেই এমনটা ছিল না। টলিগঞ্জে নবাগত নায়ক পরমব্রতর কাছে রাইমা ছিলেন, ‘দ্য রাইমা সেন… সুচিত্রা সেনের নাতনি’। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরমব্রত বলেছিলেন, রাইমাকে বেশ ভয় পেতেন তিনি। সম্মান করে কথা বলতেন, কোনওরকম ঠাট্টা-ইয়ার্কি করতেন না। ওদিকে পরমব্রতকে দেখে রাইমা ভাবতেন, ‘ছেলেটা বড্ড লাজুক’। দু’জনেরই পরস্পরকে নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল। কিন্তু বং কানেকশনের শ্যুটিং শেষ হতেই সম্পর্কের সেই জড়তা কেটে যায়। তারপর থেকে আজও সুযোগ হলে রাইমা নিয়ে মজা করতে ছাড়েন না পরমব্রত।
হিন্দি-বাংলা আপাতত দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন পরমব্রত। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সময় দিচ্ছেন পুরোমাত্রায়। সম্প্রতি ‘ফেলুদা’ হিসাবে ধরা দিয়েছেন তিনি। জি ফাইভে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘সাবাশ ফেলুদা’।
For all the latest entertainment News Click Here