রহস্যের জট ছাড়াতে ব্যোমকেশের সঙ্গী হয়ে আসছেন ভাস্বর, দায়িত্ব বাড়ল অনির্বাণের
ব্যোমকেশ ও পিঁজরাপোলে একটার পর একটা চমক মিলেই চলেছে! না, ব্যোমকেশ হিসেবে ফের অনির্বাণ থাকছেন, অন্য কেউ নন। তবে তাঁর বন্ধু অজিতের চরিত্রে এবার দেখা মিলবে নতুন কাউকে। না, তিনি অভিনেতা হিসেবে নতুন নন, বরং অজিতের চরিত্রে নতুন। এবার এই সিরিজে অজিতের ভূমিকায় থাকবেন ভাস্বর চট্টোপাধ্যায়। সুব্রত দত্তের বদলে এবার তিনিই আসছেন সত্যান্বেষীর সঙ্গী হয়ে। হইচইতে মুক্তি পেতে চলেছে এই সিরিজ।
এটা যদিও প্রথমবার নয়। এর আগেও অজিতের চরিত্রে নানা সময় নানা অভিনেতাকে নিয়ে এসেছেন পরিচালক। এর আগে অরিন্দম শীলের ব্যোমকেশে আবার সুহোত্র ছিলেন আবির তথা ব্যোমকেশের সঙ্গী, অজিত হিসেবে। সেখানে সোহিনী সরকারকে দেখা গিয়েছিল সত্যবতীর ভূমিকায়। অন্যদিকে ব্যোমকেশ ও পিঁজরাপোল সিরিজে সত্যবতী হিসেবে থাকবেন ঋদ্ধিমা ঘোষ।
এদিন ভাস্বর নিজে এবং হইচইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে ব্যোমকেশ ও পিঁজরাপোলের নতুন পোস্টার শেয়ার করা হয়। সেখানেই অভিনেতাকে অজিতের চরিত্রে দেখা গিয়েছে। তবে কেবল নতুন অজিত নয়, এই পোস্টারে প্রকাশ্যে এসেছে সিরিজ রিলিজের দিনও।
আগামী মাসের ৭ তারিখ, অর্থাৎ ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও পিঁজরাপোল। এই সিরিজে অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন অভিনয় করার পাশাপাশি। ফলে তাঁকে এখানে অতিরিক্ত দায়িত্ব সামলাতে হয়েছে।
ভাস্বর এদিন ব্যোমকেশ ও পিঁজরাপোলের নতুন পোস্টার শেয়ার করে লেখেন, ‘এটা অফিসিয়াল। হ্যাঁ আমিই অজিত। নতুন সিজনে, নতুন রূপে তৈরি আমাদের প্রিয় সত্যান্বেষী ও তার সঙ্গী!’। এই সিরিজটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে তৈরি হয়েছে।
এর আগে এই একই গল্পের উপর ভিত্তি করে সত্যজিৎ রায় ছবি করেছিলেন। সেখানে ব্যোমকেশের ভূমিকায় দেখা গিয়েছিল উত্তমকুমারকে। পরেও এই এক গল্প নিয়ে আবার ছবি তৈরি হয়েছে।
For all the latest entertainment News Click Here