‘রহমানের স্ত্রী হয়ে তামিল জানে না!’, বউ কটাক্ষের মুখে পড়তেই উচিত জবাব সুরকারের
‘হিন্দি বলবে না, তামিলে বল’, দিন কয়েক আগেই এক পুরস্কার মঞ্চে স্ত্রীকে এমন নির্দেশ দিয়েছিলেন এআর রহমান। এমনিতে মুখচোরা হলেও পরিচিতমহলে বেশ রসিকস্বভাবের মানুষ অস্কারজয়ী শিল্পী। তামিল ইন্ডাস্ট্রিত থেকেই উঠে আসা রহমানের। হিন্দির চেয়ে দক্ষিণের এই ইন্ডাস্ট্রিতেই অধিক সময় কাটান সুরকার। সম্প্রতি এক অনুষ্ঠানে রহমানের পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সায়রা বানু।
স্ত্রী পাশে থাকায় এই মুহূর্ত রহমানের কাছে বিশেষ ছিল তা আলাদা করে বলতে হবে না। সেইসময় স্ত্রীর এক দুর্বলতা ফাঁস করে দেন রহমান। তামিল ভাষা না জানা স্ত্রীকে হিন্দি নয় তামিলে কথা বলবার নিদান দেন। সেই ভিডিয়ো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো নিয়েই এবার রহমানের স্ত্রীকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী কস্তুরী শঙ্কর। রহমানের স্ত্রীকে একহাত নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি। এবার বউয়ের পাশে দাঁড়িয়ে অভিনেত্রীকে যোগ্য জবাব দিলেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’।
তামিলে লেখা টুইটে কস্তুরী সায়রাকে ট্রোল করে জানান, ‘কী? এআর রহমানের স্ত্রী তামিল জানে না? তাহলে ওঁর মাতৃভাষা কী? বাড়িতে ওঁনারা কোন ভাষায় কথা বলেন?’ নিমেষেই ভাইরাল হয়ে যায় এই টুইট। অস্কার জয়ী সঙ্গীত পরিচালক ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এমন বিকৃত টুইট ভালোভাবে নেয়নি নেটজেনরা। সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। টুইটটি নজর এড়ায়নি রহমানেরও। তবে কস্তুরীকে যা বলে চুপ করালেন সঙ্গীত পরিচালক, তা জানলে অবাক হবেন।
তামিল ভাষাতেই অভিনেত্রীকে সপাট জবাব দেন এআর রহমান। লেখেন, ‘কাধালুক্কু মারিয়াধাই’। যার বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়- ‘ভালোবাসার প্রতি আমার সম্মান’। রহমান ভালোভাবেই বুঝিয়ে দিলেন নিজের ভালোবাসার (তাঁর স্ত্রী, সায়রা) এবং ভালোবাসার মানুষটির পছন্দ-অপছন্দকে তিনি সম্মান করেন। রহমানের এমন জবাবে মুগ্ধ নেটিজেনরা। সকলেই বলছেন, ‘স্য়ার আপনি লা-জবাব’।
ভাইরাল ভিডিয়োয় তামিলে ঠিক বলেছিলেন রহমান? মঞ্চে দাঁড়িয়ে ‘পোন্নিয়ানি সেলভান ২’-এর সুরকাল বলেন, ‘আমি নিজের সাক্ষাৎকার দেখতে একদম পছন্দ করি না। কিন্তু আমার স্ত্রী বার বার করে সে গুলো দেখতে থাকেন। কারণ তাঁর নাকি আমার গলার আওয়াজ খুব পছন্দের’। এরপর বউয়ের দিকে মাইক্রোফোন এগিয়ে দেন তিনি। সায়রা কথা শুরু করবার আগেই রহমানের নির্দেশ, ‘হিন্দি নয়, তামিলে কথা বলতে হবে’। ব্যাস, ভরা মঞ্চে খানিক হতভম্ব হয়ে যান তামিলে সাবলীলভাবে কথা না বলতে পারা সায়রা। এরপর ইংরাজিতে রহমান-পত্নী জানান, ‘আমাকে ক্ষমা করবেন, আমি তামিল ভাষায় খুব বেশি সাবলীলভাবে কথা বলতে পারি না। আমি খুব খুশি যে, রহমান এই পুরস্কার পেয়েছেন। তাঁর গলার আওয়াজ আমার সব থেকে বেশি পছন্দের। ওই আওয়াজ শুনেই প্রেমে পড়েছিলাম আমি।’ করতালিতে দম্পতিকে ভরিয়ে দেন দর্শকাসনে বসা তামিল ইন্ডাস্ট্রির রথী-মহারথীরা।
For all the latest entertainment News Click Here