রয়েছে বৃষ্টির পূর্বাভাস! দেখুন কেমন হবে DC vs SRH ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ আজ শনিবার ২৯ এপ্রিল ডাবল হেডার খেলা হবে। প্রথম ম্যাচটি বিকাল ৩.৩০টের সময় থেকে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হবে এবং দ্বিতীয় ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে। আইপিএল-এর চলতি মরশুমে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নার ও এডেন মার্করামের দল। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটলস। ম্যাচের আগে দেখে নিন পিচ-আবহাওয়া এবং সম্ভাব্য প্লেয়িং ইলেভেনের আপডেট সহ উভয় দলের হেড টু হেড পরিসংখ্যান।
দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হেড টু হেড রেকর্ড সম্পর্কে কথা বলতে গেলে, আইপিএলে এ এখনও পর্যন্ত দুই দলের মধ্যে ২২টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে দিল্লি জিতেছে ১১টি ম্যাচে এবং হায়দরাবাদ জিতেছে ১১টি ম্যাচে। এই রেকর্ডগুলি দেখায় যে এখন পর্যন্ত উভয় দলের মধ্যে কঠিন লড়াই হয়েছে। তবে আইপিএলের এই মরশুমে একমাত্র ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি। এমন অবস্থায় বলা যায় দিল্লির আধিপত্য রয়েছে।
আরও পড়ুন… KKR-এর বিরুদ্ধে কি ফিরবেন GT-র যশ দয়াল! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ নিয়ে কথা বলতে গেলে, ব্যাটসম্যানরা এখানে ভালো সাহায্য পাচ্ছেন। সমান বাউন্স সহ পিচে বল সরাসরি ব্যাটে আসে। এ কারণে ব্যাটসম্যানের পক্ষে বড় শট খেলা সহজ হয়। এখানে আউটফিল্ড খুব দ্রুত এবং বাউন্ডারিও ছোট। এমন পরিস্থিতিতে এখানে রানের বৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।
দিল্লির আবহাওয়া নিয়ে কথা বলতে গিয়ে শনিবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ম্যাচ চলাকালীন আকাশ মেঘ থাকবে। সেই সঙ্গে ২৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করলে অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে যাবেন।
আরও পড়ুন… IPL 2023 Points Table: পঞ্জাবকে হারিয়ে লখনউ-এর লম্বা জাম্প, পিছিয়ে গেল চেন্নাই ও গুজরাট
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট-রক্ষক), মিচেল মার্শ, মনীশ পান্ডে, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, রিপল প্যাটেল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব এবং ইশান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, হ্যারি ব্রুক, ইডেন মার্করাম (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, আব্দুল সামাদ, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং উমরান মালিক।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here