রমজানে রোজা রাখা নিয়ে হাসাহাসি! গওহরের তোপের মুখে পপ তারকা জাস্টিন ও হেইলি বিবার
রমজান মাস চলছে, বহু ইসাম ধর্মালম্বি রোজা রেখেছেন। তারই মধ্যে রোজা রাখা বা উপবাস নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন মার্কিন মুলুকের তারকা দম্পতি জাস্টিন ও হেইলি বিবার। আর তাতেই চটলেন অভিনেত্রী গওহর খান। জাস্টিন ও হেইলিকে ‘মূর্খ’ বলে আক্রমন করেছেন গওহর।
ঠিক কী বলেছেন জাস্টিন বিবার ও হেইলি বিবার?
রমজানে রোজা রাখা বা উপবাস করা নিয়ে প্রশ্ন করা হলে জাস্টিন বিবার হেসে ফেলেন। তাঁর সঙ্গে ছিলেন মডেল স্ত্রী হেইলি বিবার। জাস্টিন বিবার বলেন, ‘আমারে সত্যিই এটা নিয়ে ভাবতে হবে, কোনও ধারনা নেই, কোনওদিন এসব করিও নি। আমার তো মনে হয় শরীরে পুষ্টি দরকার।’ জাস্টিনের কথায় সহমত প্রকাশ করে হেইলি বিবার বলেন, ‘আমার কাছে এই বিষয়টার কোনও অর্থ হয় না। যদি আপনি টিভি বন্ধ করতে চান, তাহলে আগে ফোন বন্ধ করা উচিত বলে মনে হয়। খাবার বন্ধ করার কোনও অর্থ নেই। হ্যাঁ, এটা হতে পারে আপনি শরীরের জন্য মিষ্টি কিংবা চিনি খাওয়া বন্ধ করলেন, তবে খাবার বন্ধের কোনও অর্থই নেই, বোকামো মাত্র।’ হিজাব মর্ডান এফএইচ নামে একটি পেজ থেকে জাস্টিন ও হেইলি বিবারের মন্তব্য়টি শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন-করণ জোহরকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা, ‘এক্কেবারে পাল্টি!’ অবাক নেটপাড়া
জাস্টিন ও হেইলি বিবারের রমজান মাসে রোজা রাখা নিয়ে মন্তব্যে বেজায় চটেছেন গওহর খান। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন, ‘ওঁরা যে কতটা মূর্খ তা কথা শুনেই বেশ বোঝা যাচ্ছে। এই রোজা রাখার বিষয়ে যে বিজ্ঞান ও যুক্তিসঙ্গত কারণ রয়েছে তা নিয়ে ওঁদের ধারণা নেই। অনেক ধন্যবাদ মতামত রাখার জন্য। এটা নিয়ে কথা বলতে হবে, অনেক বুদ্ধির প্রয়োজন।’
আরও পড়ন-‘গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তিরা চাইলে…’ রোজা নিয়ে ভক্তের কৌতূহল মেটালেন ‘হবু মা’ গওহর
প্রসঙ্গত, খুব শীঘ্রই মা হতে চলেছেন গওহর খান। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোজা রাখতে দেখা গিয়েছেন গওহরকে। রোজ রাখছেন তাঁর স্বামী জায়েদ দরবারও। বৃহস্পতিবার, গওহর একটি সুন্দর ভিডিও শেয়ার করে জানিয়েছেন কীভাবে সারাদিনের উপবাস শেষে তাঁরা সুস্বাদু খাবারের জন্য অপেক্ষা করেন। যদিও গওহর জানিয়েছেন, গর্ভবতী মহিলারা, অসুস্থ ব্যক্তি এবং ভ্রমণকারীরা চাইলে রোজা নাও পালন করতে পারেন। পরিবর্তে যেসমস্ত অভাবী মানুষ রোজা রেখেছেন তাঁদের খাওয়াতে পারেন।
For all the latest entertainment News Click Here