‘রব নে বনা দি জোড়ি’! ভিকি-ক্যাটনিরাকে একসঙ্গে দেখে এমনই দাবি নেটিজেনদের
২০১৯-এর দিওয়ালির সময় থেকেই ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের প্রেম সম্পর্কের জল্পনা দানা বাঁধতে থাকে বি-টাউনে। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও কোনদিনই এই সম্পর্কের কথা সরাসরি অস্বীকারও করেননি ভিকি কৌশল। সময় যত এগিয়েছে দুজনের সম্পর্কের রসায়ন তত গাঢ় হয়েছে।
শত চেষ্টা সত্ত্বেও পাপারাতজিদের চোখে ধুলো দেওয়া বেশ মুশকিল। মঙ্গলবার ফের ক্যামেরাবন্দি হলেন চর্চিত প্রেমিক জুটি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির আসন্ন ছবি ‘শেরশাহ’র স্পেশ্যাল স্ক্রিনিং হাজির ছিলেন দুজনেই। একইসঙ্গে ভেন্যুতে পৌঁছেছিলেন ক্যাট-ভিকি, বেরোলেনও একসাথে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উত্তেজিত দর্শকমহল।
কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা। অনুরাগীদের মতে, এই জুটি এক্কেবারে স্বর্গে তৈরি। একজন লিখেছেন, ‘বর নে বনা দি জোড়ি’। কেউ আবার লিখেছেন, ‘ক্যাট যেমন সুন্দরী, ভিকিও তেমন হ্যান্ডসম’। এদিন ক্যাটরিনার দেখা মিলল ডেমিন শার্ট আর লেদার প্যান্টে, ভিকির পরনে ছিল অলিভ রঙা হুডি আর জিনস। করোনা সতর্কতা মেনে দুজনের মুখ ঢাকা ছিল মাস্কে।
প্রায়সময়ই একে অপরের ফ্ল্যাটের বাইরে লেন্সবন্দি হন ভিকি-ক্যাটরিনা। বি-টাউনের কাছেও এই লাভস্টোরি অজানা নয়। হর্ষবর্ধন কাপুর এক সাক্ষাত্কারে তো বলেই দিয়েছিলেন, ‘ভিকি আর ক্যাটরিনা প্রেম সম্পর্কে রয়েছে’।
ভিকির হাতে আপতত রয়েছে ‘সর্দার উদম সিং’-এর বায়োপিক, এছাড়াও ভারতের প্রথম ফিল্ড মার্শল স্যাম ম্যাকেনশ-র জীবনীচিত্রেও দেখা যাবে ভিকিকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনার ‘সূর্যবংশী’। এছাড়াও ‘টাইগার থ্রি’, ‘ফোন বুথ’-এর প্রোজেক্ট হাতে রয়েছে ক্যাটরিনা কাইফের। মঙ্গলবারই প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে ক্যাটরিনার নতুন ছবি ঘোষিত হয়েছে। ফারহানের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতে কাজ করবেন তাঁরা। এই ছবিতে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও।
For all the latest entertainment News Click Here