‘রতনে রতন চেনে’, ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের তারকার হদিশ দিলেন রবীন্দ্র জাদেজা
‘রতনে রতন চেনে।’ প্রচলিত প্রবাদটা যদি যথার্থ হয় এবং ইতিবাচক অর্থে গ্রহণ করা হয়, তবে টিম ইন্ডিয়াকে ভবিষ্যতের তারকার হদিশ দিলেন রবীন্দ্র জাদেজা।
হাঁটুর চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন জাদেজা। গতবছর সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন তারকা অল-রাউন্ডার। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে ফের ভারতের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে নামার আগে রঞ্জিতে একপ্রস্ত মহড়াও সেরে নিয়েছেন জাদেজা। তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির শেষ লিগ ম্যাচে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেন তিনি। ব্যাট হাতে আলাদা করে নজর কাড়তে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেন জাদেজা। ম্যাচের দুই ইনিংসে তিনি যথাক্রমে ১৫ ও ২৫ রান সংগ্রহ করেন। বল হাতে প্রথম ইনিংসে ৪৮ রানে ১টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৫৩ রানের বিনিময়ে ৭টি উইকেট পকেটে পোরেন। সুতরাং, রঞ্জির এক ম্যাচেই ফিটনেস ও ফর্ম, দুইয়েরই প্রমাণ দিয়েছেন জাদেজা।
রঞ্জি ম্যাচ খেলার পরেই জাদেজা বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে উড়ে যান। সেখানে তিলক বর্মার সঙ্গে দেখা হয় তাঁর। হায়দরাবাদের তরুণ অল-রাউন্ডার গত আইপিএল মরশুমে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৭ রান সংগ্রহ করেন ২০ বছর বয়সী তারকা।
জাদেজা সোশ্যাল মিডিয়ায় তিলকের সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করেন। তবে ক্যাপশনে তিনি যা লেখেন, তা উদ্দীপ্ত করতে পারে তিলককে। আসলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে তিলককে ‘ভারতের ভবিষ্যৎ’ বলে উল্লেখ করেন জাদেজা। প্রতিষ্ঠিত তারকাদের আস্থা অর্জন করতে পারলে সব তরুণ ক্রিকেটারই বাড়তি উদ্দীপ্ত হবেন। তাই জাদেজার ব্যবহার করা এমন বিশেষণ তিলককে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস জোগাবে।
For all the latest Sports News Click Here