রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান জাহ্নবী, ‘দারুণ জুটি হবে’, মত নায়িকার
অভিনেত্রীরা পর্দায় বরবারই তাঁদের পছন্দের সহ অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধতে চান। অনেকেই ক্যামেরার সামনে নিজের পছন্দের অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। অভিনেত্রী জাহ্নবী কাপুরও সম্প্রতি ফাঁস করেছেন কার সঙ্গে জুটি বাঁধলে তাঁদের পর্দায় রসায়ন ভালো লাগবে।
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুর কন্যা জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি এবং ওটিটিতে কাজ করেছেন। ফ্যাশন ফটোশ্যুটেও নেটমাধ্যমে তাক লাগাচ্ছেন তিনি।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় জাহ্নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইন্ডাস্ট্রির এমন একজনের নাম বলতে যার সঙ্গে তিনি কাজ করেননি কিন্তু ‘অনস্ক্রিনে একসঙ্গে ভালো দেখাবে’ দুজনকে। কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে ‘রণবীর সিং’-এর নাম নেন এই বলি ডিভা। ‘আমার মনে হয় রণবীর সিং এবং আমার দুর্দান্ত জুটি হতে পারে’, বলেন জাহ্নবী।
আরও পড়ুন: সংজ্ঞা ফেরেনি, বাম চোখ, কাঁধ সামান্য নাড়িয়েছেন ঐন্দ্রিলা, এখন কেমন আছেন
পুরনো এক সাক্ষাৎকারে জাহ্নবী ফাঁস করেছিলেন রণবীর থেকে কী পরামর্শ পেয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘ব্যাপারটা হল, একবার রণবীরের সঙ্গে এক নাচের রিহার্সলে দেখা হয়েছিল। এ বিষয় ওঁর সঙ্গে কথা হয়েছিল আমার। একদিন রিহার্সলের সময় পায়ে চোট পাই আমি। ওটা দেখে খারাপ লেগেছিল রণবীরের।’
অভিনেত্রীর কথায়, ‘তবে আমি বিষয়টা ভালো চোখেই দেখি। কারণ যতটার আমি শ্যুটিংয়ে চোট পেয়েছিল সেইটা একটা ভালো লক্ষণ। সেই সময় অবাক হয়ে ও প্রশ্ন করেছিল, কী বলতে চাইছি আমি। আসলে আমার মনে হয় চোট পেয়েছি মানে মনে হচ্ছে যেন কোনও কাজ করেছি আমি। ওঁর এগুলি দেখে একটু অদ্ভুত মনে হয়েছিল। কিন্তু আমি তেমনটা মনে করি না… আমাকে শুধু আমারটুকু করতে হবে এটাই ভাবি।’
For all the latest entertainment News Click Here