রণবীর-আলিয়ার বিয়ে, মেহেন্দির অন্দরের ছবি প্রকাশ্যে আনলেন দিদি করিশ্মা ও ঋদ্ধিমা
বৃহস্পতিবার সকাল থেকে রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই রণবীর-আলিয়ার চারহাত এক হবে। এই বহুচর্চিত বিয়ের আসরে মূলত উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বিয়ের মূল অনুষ্ঠানের আগে বুধবার কাপুর খানদানের তরফে আয়োজন করা হয়েছিল জুটির মেহেন্দির অনুষ্ঠান। সেখানে কেবলমাত্র কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই হাজির ছিলেন। বিয়ের অন্দরের ছবি কোনওভাই বাইরে ফাঁস না হয়, সে ব্যাপারে যথেষ্ট যত্নবান রণবীর-আলিয়া। মেহেন্দি বা সংগীতে কেমন সেজেছিলেন ‘রালিয়া’, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে মেহেন্দিতে আলিয়া রণবীরের নাম লেখেননি, বরং হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে নীরবে ভালোবাসার কথা বলেছেন।
হ্যাঁ, সূত্রের খবর রণবীরের ‘লাকি নম্বর’ ৮ সংখ্যাটি নিজের হাতের তালুতে ইংরাজিতে লিখেছেন মহেশ ভাট ও সোনি রাজদান কন্যা। সেই মেহেন্দির ঝলক দেখা না গেলেও রণবীরের দুই দিদি করিশ্মা ও ঋদ্ধিমা শেয়ার করেছেন নিজেদের মেহেন্দির ডিজাইন।
রণবীর-আলিয়ার বিয়েতে পায়ে-তেও মেহেন্দি পরেছেন করিশ্মা। সেই ছবি শেয়ার করে লোলো লেখেন, ‘আমি মেহেন্দি ভালোবাসি’। কাকার ছেলের বিয়েতে করিশ্মার সেখা হলুদ আনারকলি সালোয়ারে।
অন্যদিকে রণবীরের নিজের দিদি ঋদ্ধিমাও মেহেন্দি দিয়ে সাজিয়েছেন দুই হাত। সেই ঝলক ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন ঋদ্ধিমা। ভাই ও ভাই বউয়ের জোড়ি’কে নিয়ে ঋদ্ধিমার বক্তব্য, ‘দুজনেই খুব কিউট, একসঙ্গে দারুণ মানায়’।
আলিয়া-রণবীরের মেহেন্দি অনুষ্ঠানের পর সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও হয়েছিল। পিঙ্কভিলা সূত্রে খবর সেখানে পারফর্ম করেছেন গায়ক প্রতীক কুহার। আজ বিয়ের মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টোর পর। বর-কনের ঝলক দেখতে মুখিয়ে রয়েছে সবাই।
For all the latest entertainment News Click Here