রণবীরের এই স্বভাবের জন্য প্রচণ্ড রাগ হয় দীপিকার! এতদিনে ফাঁস করলেন ‘মাস্তানি’
জানেন কি, স্বামী তথা বলি-তারকা রণবীর সিংয়ের কোন ব্যাপারটি দীপিকা পাড়ুকোনকে ‘পাগল’ করে তোলে? সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রশ্নের জবাব নিজেই দিলেন দীপিকা। তবে একটি নয়, দুটি জবাব দিলেন এই বলি-সুন্দরী। জানালেন রণবীরের কোন দুই স্বভাব দেখে রেগে এবং ভালোবাসায় ‘পাগল’ হয়ে ওঠেন তিনি।
বলিউড বাবল-কে দেওয়া ওই সাক্ষাৎকারে এই প্রসঙ্গে দীপিকা বলেন, ‘সত্যি, কথা বলতে কী রণবীরের উপর ক্ষেপে উঠব এমন কোনও কিছু পারতে কিছু করে না ও। তবে হ্যাঁ, বড্ড তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর সবেমাত্র খাবারে দু’বার কামড় দিয়েছি ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! সেটায় বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
সামান্য থেমে রণবীর-ঘরণীর সংযোজন, ‘আর রণবীরের যে ব্যাপারটি আমার সবথেকে পছন্দ তা হল ও বড্ড আবেগপ্রবণ। আর তেমনই যত্নআত্তি করতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওঁর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের তারিফ করবার যেমন সুযোগ হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও খামতি রাখেন না রণবীর। বুধবার প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গানই চালিয়েই গাড়িতে উদ্দাম নাচে মাতলেন দীপবীর। আর সেই ভিডিয়ো ইনস্টায় আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সব Cool কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টের কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে দীপিকার মন্তব্য। স্ত্রী পালটা রণবীরের উদ্দেশে জানান, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’। আগামিকাল (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
For all the latest entertainment News Click Here