রঞ্জি ট্রফি ২২: জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেও ছিটকে গেল রেলওয়েজ
শুভব্রত মুখার্জি: তৃতীয় দিনে অলরাউন্ডার যুবরাজ সিংয়ের অসাধারণ পারফরম্যান্সে ভর করে বড় জয় তুলে নিলেও চলতি রঞ্জি ট্রফি থেকে ছিটকে যেতে হল রেলওয়েজ দলকে। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সোজা লং-এর উপর ছয় মেরে ৯ উইকেটে বড় জয় এনে দেন রেলওয়েজের শিবম চৌধুরী। রেলওয়েজের জন্য খারাপ খবর এতবড় জয়ের পরেও রঞ্জিতে কোয়ার্টার ফাইনালে যেতে পারল না তারা।
চেন্নাইয়ের আইআইটি কেমপ্লাস্টের মাঠে রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল রেলওয়েজ এবং জম্মু কাশ্মীর। গ্রুপ-সিতে কর্নাটক শীর্ষ স্থান দখল করার ফলে তারা নক আউট পর্যায়ে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। তৃতীয় দিনের প্রথম বল এদিন ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত করে দিয়েছিল। দিনের প্রথম বলেই আউট হয়ে যান জম্মু কাশ্মীরের অধিনায়ক ইয়ান দেব সিং। তিনি কর্ন শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি যখন আউট হন তখনও রেলওয়েজের থেকে ২২ রানে পিছিয়ে রয়েছে জম্মু কাশ্মীর। হাতে রয়েছে মাত্র ৩ টি উইকেট।
ফলে জম্মু কাশ্মীরের তরফে জয়ের জন্য রেলওয়েজের সামনে মাত্র ৩৭ রানের টার্গেট দেওয়া হয়। যে টার্গেটে সহজে পৌঁছে ম্যাচ থেকে বোনাস পয়েন্ট তুলে নেয় রেলওয়েজ। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রেলওয়েজ একমাত্র বিবেক সিংয়ের উইকেট হারায়। জয়ের লক্ষ্যে পৌঁছতে রেলওয়েজের ব্যাটাররা ৫টি চার এবং দু’টি ছয় মারেন। অলরাউন্ডার যুবরাজ সিংকে ম্যান অফ দি ম্যাচ ঘোষণা করা হয়। প্রসঙ্গত তার দুরন্ত শতরানে ভর করেই রেলওয়েজ প্রথম ইনিংসে লিড নিতে সক্ষম হয়েছিল।
∆ জম্মু-কাশ্মীর :
১ম ইনিংস
২৫৯/১০
২য় ইনিংস :
২০৩/১০
∆ রেলওয়েজ :
১ম ইনিংস
৪২৬/১০
২য় ইনিংস :
৩৯/১
For all the latest Sports News Click Here