রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলা? কোন চ্যানেলে খেলা দেখবেন? দেখুন সম্ভাব্য একাদশ
২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালের কার্যত রি-ম্যাচ হতে চলেছে ইডেনে। এবার ফের রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। উল্লেখযোগ্য বিষয় হল, সেবার বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। এবারর ঘরের মাঠে ছবিটা বদলে দিতে মরিয়া বাংলা।
বাংলা ও সৌরাষ্ট্র, উভয় দলই রঞ্জি মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে। ইডেনের স্পোর্টিং পিচে তাই ব্যাট-বলের দুর্দান্ত লড়াই দেখা যাবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। ইডেনের পিচে ঘাস রয়েছে। সেকারণেই বাংলা তাদের প্রথম একাদশে রদবদল করতে পারে। প্রদীপ্ত প্রামানিকের জায়গায় মনোজরা মাঠে নামাতে পারেন আকাশ ঘটককে। তাছাড়া ওপেনিং সমস্যা মেটাতে সরাসরি রঞ্জি ফাইনালে মাঠে নামতে দেখা যেতে পারে সুমন্ত গুপ্তকে। চ্যাম্পিয়ন হতে ব্যাটে বাংলার ভরসা ঈশ্বরন-সুদীপ-অনুষ্টুপ ত্রয়ী। বোলিং লাইনআপে বাংলাকে নির্ভরতা দেবেন আকাশ-মুকেশ-শাহবাজ।
জয়দেব উনাদকাট জাতীয় দল ছেড়ে রাজ্যদলের সঙ্গে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই সৌরাষ্ট্রকে তাদের ফাইনালের প্রথম একাদশে পরিবর্তন করতে হবে। ইডেনে উনাদকাটই নেতৃত্ব দেবেন সৌরাষ্ট্রকে।
আরও পড়ুন:- BENG vs SAU Ranji Trophy Final: রঞ্জি ফাইনালে মনোজদের মন্ত্র, ‘বদলা নয়, বদল চাই’
আপাতত দেখে নেওয়া যাক বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে শুরু হবে বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচ:-
১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি:-
ইডেন গার্ডেন্স (কলকাতা)।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৯টায়।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরশুমের ফাইনাল ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এছাড়া বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
আরও পড়ুন:- ICC Ranking: লাফিয়ে দুইয়ে উঠলেন অশ্বিন, টেস্ট ব়্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি রোহিত-জাদেজা-অক্ষরের
রঞ্জি ফাইনালে বাংলার সম্ভাব্য একাদশ: অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক/প্রদীপ্ত প্রামানিক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।
রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: হার্ভিক দেশাই (উইকেটকিপার), স্নেল প্যাটেল, বিশ্বরাজ জাদেজা/জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া ও যুবরাজসিং দদিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here