রঞ্জিতে ফেয়ারওয়েল থেকে বঞ্চিত করা হয়েছে: এস শ্রীসন্ত
শুভব্রত মুখার্জি: ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেসার এস শ্রীসন্ত। সদ্য তিনি ভারতের ঘরোয়া ক্রিকেট সহ সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ২২ গজ এবং ২২ গজের বাইরেও বরাবরের বর্ণময় চরিত্র তিনি। কখনও তার পারফরম্যান্স কখনও তার কথা বার্তার মধ্যে দিয়ে তিনি বরাবর শিরোনামে থেকেছেন। অবসর গ্রহণের পরবর্তীতে এবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাকে রঞ্জিতে ‘ফেয়ারওয়েল’ ম্যাচ থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে বলেই জানিয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত গত বুধবার ঘরোয়া ক্রিকেট সহ সমস্তধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভারতীয় সিনিয়র দলের জার্সিতে তিনি ২৭ টি টেস্ট, ৫৩ টি ওয়ানডে এবং ১০ টি টি-২০ ম্যাচও খেলেছেন। টেস্টে ৮৭ টি, ওয়ানডেতে ৭৫ টি এবং টি-২০ তে জাতীয় দলের হয়ে ৭ টি উইকেট নিয়েছেন তিনি। একগুচ্ছ টুইটের মধ্যে দিয়ে তিনি অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন। ২৫ বছরের তার ক্রিকেট ক্যারিয়ারের তিনি ইতি টেনেছেন পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিতেই।
৩৯ বছর বয়সি শ্রীসন্ত চলতি রঞ্জি ট্রফির মরশুমে কেরালার হয়ে তার শেষ ম্যাচ খেলেছিলেন মেঘালয়ের বিরুদ্ধে। ম্যাচে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। কেরালা ম্যাচটি এক ইনিংস এবং ১৬৬ রানে জিতেছিল। শ্রীসন্ত জানিয়েছেন ‘আমি গুজরাটের বিরুদ্ধে আগামী ম্যাচটা খেলতে মুখিয়ে ছিলাম। টিম মিটিংয়েও আমি বলেছিলাম ওটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমি বিশ্বাস করি একটা ফেয়ারওয়েল ম্যাচ আমার পাওয়া উচিত ছিল যা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এখনও আমি ১৩২ কিমি গতিবেগে বল করতে পারি। আমি এখন ও একজন ১৯ বছর বয়সির মতন গতিবেগে বল করতে পারি।’
For all the latest Sports News Click Here