রজনীকান্তের নোটে বিশেষ উল্লেখ শাহরুখের, শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানালেন সুপারস্টার
তামিল ছবির জগতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন। রবিবার ৭১-এ পা দিলেন সুপারস্টার রজনীকান্ত। এদিন বর্ষীয়ান অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন থেকে রাজনীতিবিদ, বিভিন্ন মহলের মানুষ। ১২ ডিসেম্বর টুইটারে জন্মদিনে যারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি নোট শেয়ার করেছেন রজনীকান্ত।
নোটে অভিনেতা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর জন্য বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং সিনেমার তারকাদের নাম দিয়েছেন। তারকাদের মধ্যে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, ইলায়ারাজা এবং ভারতিরাজার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ‘অন্তর থেকে কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। ভক্তদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন সুপারস্টার।
দক্ষিণী সুপারস্টারের জন্মদিনে শাহরুখককে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে দেখা যায়নি। মনে হচ্ছে তিনি ফোনে সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখকে বরাবরই রজনীকান্তকে নিয়ে নানা সময় প্রশংসা জানাতে দেখা গেছে। চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রের লুঙ্গি ডান্স গানটিও তিনি উৎসর্গ করেছিলেন অভিনেতাকে।
সেপ্টেম্বরের শেষ থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন শাহরুখ। টুইটারে তাঁর শেষ পোস্ট ছিল ২৩ সেপ্টেম্বর, ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন আগে এই পোস্ট করেছিলেন তিনি। ৩১ অক্টোবর জেল থেকে ছাড়া পায় আরিয়ান। এরপরও অভিনেতা লাইমলাইট থেকে দূরত্ব বজায় রেখেছেন বেশ কিছুদিন ধরে।
এদিকে, রজনীকান্ত তাঁর স্ত্রী লতা, কন্যা ঐশ্বরিয়া, সৌন্দর্য এবং নাতিদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। গোটা বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়েছিল। ফ্যান অ্যাকাউন্টগুলিতে প্রচারিত ছবিগুলিতে অভিনেতাকে দুটি কেক কাটতে দেখা যাচ্ছে। পরিবারের সকলে জন্মদিনের গান গাইছেন।
For all the latest entertainment News Click Here