‘রঙ্গবতী’র হাত ধরে ৬ বছরে তৃতীয় পদ্ম পুরস্কার ওড়িশার, সম্মানিত কৃষ্ণা প্যাটেল
বুধবার কেন্দ্র সরকারের তরফে ঘোষিত হয়েছে পদ্ম-পুরস্কারের তালিকা। আর এই ঘোষণার সঙ্গেই নতুন রেকর্ড গড়ল ‘রঙ্গবতী’। অতি পরিচিত ওড়িয়া লোকগান ‘রঙ্গবতী’। বাঙালি শ্রোতা-দর্শকদের কাছে এই গানকে আরও জনপ্রিয় করে তুলেছে শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘গোত্র’র রঙ্গবতী গান। মূল ওড়িয়া লোকগান ‘রঙ্গবতী’ প্রথমবার রেকর্ড করা হয়েছিল অল ইন্ডিয়া রেডিও-র সম্বলপুর স্টুডিওতে। সালটা ১৯৭৫-৭৬। সেই গানের নেপথ্যের কন্ঠশিল্পী কৃষ্ণা প্যাটেলকে এবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করছে কেন্দ্র সরকার।
আশ্চর্যের বিষয় হল গত ৬ বছরে ‘রঙ্গবতী’ গানের সঙ্গে জড়িত তিন নম্বর ওড়িয়া শিল্পী হিসাবে পদ্ম পুরস্কার ঝুলিতে গেল কৃষ্ণা প্যাটেলের। ৭১ বছর বয়সী কৃষ্ণা যখন এই গান প্রথমবার অল ইন্ডিয়া রেডিও-তে রেকর্ড করেছিলেন তখন তাঁর বয়স সবে ১৮ বছর। দীর্ঘ কেরিয়ারের শেষ লগ্নে এসে এই স্বীকৃতি পেয়ে খানিক অভিমানের সুরেই শিল্পী বলেন, ‘একটু দেরিতে এল। তবু আমি খুশি। আমি কোনওদিনই ভাবিনি এই গানটা আমাকে জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচিতি দেবে, পদ্মশ্রী পুরস্কারও এনে দেবে’।
২০১৭ সালে মোদী সরকার এই গানে গীতিকার মিত্রভানু গৌনিতা (Mitrabhanu Gountia)-কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছিলেন, তিন বছর পর দলিত গায়ক তথা রঙ্গবতী গানের পিছনের পুরুষ কন্ঠ জিতেন্দ্র হরিপাল (Jitendra Haripal)-কেও পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়।
একই গানের জন্য তিনটি পদ্মশ্রী পুরস্কার নিঃসন্দেহে বড় পাওনা। তবে শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়েছে এই গান। সম্বলপুরের অল ইন্ডিয়া রেডিও সুরমালিকা প্রোগ্রামে সম্প্রচারিত হওয়ার পর ডিস্ক ফর্ম্যাটেও প্রভুদত্ত প্রধানের কম্পোজ করা এই গান রেকর্ড করা হয়েছিল। তাও শহর কলকাতায়। সালটা ১৯৭৮-৭৯। পরবর্তীতে বিবিসি লন্ডন এবং ভয়েস অফ আমেরিকা-তে সম্প্রচারিত হওয়া প্রথম ভারতীয় গানের সম্মান লাভ করে ‘রঙ্গবতী’।
পরবর্তীতে বাংলা,তেলুগু-সহ বহু ভাষায় এই গানের রি-ক্রিয়েশন করা হয়েছে। কোক স্টুডিও-তে রাম সম্পথ এই গানটি রিক্রিয়েট করেন, গেয়েছিলেন সোনা মহাপাত্র।
কৃষ্ণা প্যাটেলের এই সম্মানে খুশি ওড়িশার গানপ্রেমীরা। তবে অনেকেই এই ঘটনাকে বিজেপির ‘তৈলমর্দন’ হিসাবেও দেখছে। গত বছর পঞ্চায়েত ভোটে ওড়িশায় বেহাল দশা ছিল বিজেপির, মোদী ম্যাজিকে ভর করে ২০১৯-এর লোকসভা ভোটে পশ্চিম ওড়িশা থেকে ৫টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু পরবর্তীতে ওই অঞ্চল থেকে ক্রমেই নিজেদের আধিপত্য খুইয়ে ফেলছে গেরুয়া শিবির। ২০২২ সালের উপনির্বাচনেও পরাজয়ের মুখে পড়েছে দল। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শিল্পীদের পদ্ম-পুরস্কার দিয়ে পশ্চিম ওড়িশাবাসীর মন জয়ের চেষ্টা চালাচ্ছে পদ্ম-শিবির।
For all the latest entertainment News Click Here