রক্ষা করতে পারলেন না রিচা, পেরিও! ৫ ম্যাচেই হার RCB-র, জিতে দ্বিতীয় স্থানে DC
শুভব্রত মুখার্জি
ডব্লুপিএলে কোনওরকম ভাগ্য পরিবর্তন হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন আরসিবি ফের হারের সম্মুখীন হল। ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ফলে চলতি ডব্লুপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখল না RCB।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরুটা খুব স্লো হয় আরসিবির। প্রথম ১২ ওভারে মাত্র ৬৮ রান করে তারা। এরপর আরসিবির এলিস পেরি এবং রিচা ঘোষ দুরন্ত ব্যাটিং করেন। দলকে লড়াকু এক স্কোরে পৌঁছে দেন। যদিও শেষরক্ষা হয়নি। এই ম্যাচে হারের ফলে চলতি মরশুমে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হারের সম্মুখীন হতে হল আরসিবিকে। অন্যদিকে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি চলতি ডব্লুপিএলে মুম্বইয়ের পরেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
সোমবার ম্যাচ জেতার বেশ কিছু সুযোগ ছিল ব্যাঙ্গালোরের সামনে। যদিও তারা সেই সুযোগ নষ্ট করে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোকে তারা নিজেদের পক্ষে নিতে না পারার ফলেই তাদের হারের মুখ দেখতে হল। দিল্লির হয়ে দুরন্ত বোলিং করেন ভারতীয় পেসার শিখা পান্ডে। তিনটি উইকেট নেন তিনি। পাশাপাশি ধরেছেন একটি অনবদ্য ক্যাচ। তাঁর সেই ক্যাচেই সাজঘরে ফিরতে হয় হেথার নাইটকে।
দিল্লির মিডল অর্ডার ব্যাটিং দুই দলের পার্থক্য গড়ে দেয়। প্রথমে ব্যাট করে আরসিবি ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে। তাদের দুই ওপেনার স্মৃতি মন্ধনা(৮) এবং সোফি ডিভাইন (২১) তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। দলের ব্যাটিংয়ের হাল ধরেন এলিস পেরি। তিনি ৫২ বলে ৬৭ রান করেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন রিচা ঘোষ। ১৬ বল খেলে ৩৭ রান করেন তিনি। ২৩ রান দিয়ে তিন উইকেট নেন শিখা পান্ডে। রান তাড়া করতে নেমে হাতে ছয় উইকেট নিয়ে দুই বল বাকি থাকতেই ম্যাচ জয় নিশ্চিত করে দিল্লি। দিল্লির হয়ে অ্যালিস ক্যাপসি (৩৮), জেমিমা রদ্রিগেজ (৩২),মারিজান কাপ (৩২) এবং জেসি জোনাসেন (২৯) গুরুত্বপূর্ণ ব্যাটিং পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।
For all the latest Sports News Click Here