রকি-রানির দাদাগিরি দেখতে সিনেমাহলে খোদ দাদা! সৌরভের সঙ্গে গেলেন কে
পর্দায় দাপিয়ে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ইতিমধ্যেই ভালো বাণিজ্য করার পথে এই ছবি। একের পর এক সেলেববারও এই ছবি দেখতে ছুটছেন। সেই তালিকায় এবার হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে এই ছবি দেখতে গেলেন তিনি। ধরা পড়লেন অনুরাগীদের ক্যামেরায়।
(আরও পড়ুন: RARKPK নিয়ে লম্বা পোস্ট অনুরাগ কাশ্যপের, করণকে নিয়ে কথা বলতেও ছাড়লেন না)
প্রায় ৭ বছর পরে আবার পরিচালকের ভূমিকায় ফিরেছেন করণ জোহর। ফিরেই কামাল করে দিয়েছেন। তার প্রমাণ দিচ্ছে বক্সঅফিসের অঙ্কই। বলিউডে সাফল্যের জন্য যা যা লাগে, প্রায় তার সব উপাদানই আছে এই ছবিতে। ইতিমধ্যেই ছবির রিভিউ দারুণ। আর সেই মোহে যে সৌরভও বাদ পড়েননি, তার টের পাওয়া গেল এই ঘচনা থেকেই।
সিনেমা শেষ হতেই অনুরাগীরা ঘিরে ধরলেন তাঁকে। আবদার সেলফি তোলারও। তখনই প্রশ্ন এল, কেমন লাগল এই সিনেমা? সৌরভও সঙ্গে সঙ্গে বললেন, দারুণ। এর পরে অন্য অুরাগীদের সঙ্গেও ছবি তোলেন কলকাতার দাদা। তবে তিনি এক এই সিনেমা দেখতে যাননি। সঙ্গে গিয়েছিলেন আরও কেউ। কী তিনি?
(আরও পড়ুন: রণবীরের মুখ আঁকা জ্যাকেট পরে হাজির দীপিকা, সঙ্গে খোদ ‘রকি’ও)
সোশ্যাল মিডিয়ায় সৌরভের একটি ছবি ছড়িয়ে পড়েছে। এক অনুরাগীই পোস্ট করেছেন সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে, ছবির একেবারে কোনায় রয়েছেন তাঁর কন্যাও। বোঝাই যায়, বাবার সঙ্গে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনিও। সঙ্গে অবশ্য ডোনাও ছিলেন কি না, তা জানা যায়নি। কারণ তাঁকে দেখা যায়নি এই ছবিতে।
(আরও পড়ুন: পাইরেসি বিতর্ক ছুঁ মন্তর! দ্বিতীয় দিনে বাড়ল আয়, কত কোটি লক্ষ্মীলাভ রকি-রানির?)
সৌরভ ছাড়াও ইতিমধ্যেই আরও বহু সেলেব এই ছবিটি দেখেছেন। অনুরাগ কাশ্যপ থেকে শিল্পা শেঠির মতো নাম রয়েছে এই তালিকায়। তাঁরাও জানিয়েছেন, এই ছবি কেমন লেগেছে তাঁদের। সব মিলিয়ে করণের এই ছবি এখন বলিউডের সবচেয়ে আলোচ্য বিষয়।
For all the latest entertainment News Click Here