রকি অউর রানি: কেরিয়ারের ২৫ বছরে পারিবারিক ছবিকে প্রাসঙ্গিক করার চ্যালেঞ্জ করণের
মঙ্গলবার দিনটা হয়ে গেল প্রেমের দিন। কারণ এদিন সকাল সকাল মুক্তি পেল করণ জোহরের পরিচালনার আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। আর সঙ্গে সঙ্গে বলিউডের সিনেমার অনুরাগীদের মধ্যে বিরাট উত্তেজনা। কেন বলুন তো? না, শুধু যে এত বছর পরে করণ প্রেমের ছবি নিয়ে ফিরছেন, সে জন্য নয়, সঙ্গে আছে আরও চার ম্যাজিক। কী সেগুলি? আপনারও কি চোখে পড়েছে? দেখে নিন তো মিলিয়ে।
ম্যাজিক ১। ২৫ বছর পেরিয়ে গেল। হ্যাঁ, সিনেমার জগতে করণ জোহর সম্পূর্ণ করে ফেললেন তাঁর ২৫ বছরের যাত্রা। এই উপলক্ষ্যে শাহরুখ খানও মঙ্গলবার সকালে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তার সঙ্গে পোস্ট করেছেন এই টিজারটিও। লিখেছেন, ‘তোমার বাবা নিশ্চয়ই স্বর্গ থেকে দেখে খুব গর্বিত হবেন’। শুধু শাহরুখ নন, আরও অনেকেই করণকে শুভেচ্ছা জানিয়েছেন। আর বলাই বাহুল্য করণও যে সিনেমার জগতে তাঁর ২৫ বছরের উপস্থিতিকে বিশেষ মর্যাদা দিতে চাইবেন। তাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’কে তিনি মনের মতো করে সাজাবেন। সেটি পরিষ্কার টিজার থেকেই।
ম্যাজিক ২। শাহরুখ তাঁর পোস্টে যশ জোহরের কথা উল্লেখ করেছেন। যশ জোহর এবং ধর্মা প্রোডাকশনের যে প্রেমের ম্যাজিক বহু দিন পর্দায় ছিল না, এবার সেটিই যে পুরোদস্তুর ফিরিয়ে আনতে চলেছেন করণ, তা প্রমাণিত এই ছবির টিজারেরই। এটিই তাঁর ছবির সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে চলেছেন বলে মত অনেকের।
ম্যাজিক ৩। ওটিটি মাধ্যমের রমরমার মধ্যে বড়পর্দা এখন চ্যালেঞ্জের মুখে। এমনকী করণ নিজেও ঢুকে পড়েছেন ওটিটি মাধ্যমে বিভিন্ন ছবি এবং সিরিজ প্রযোজনায়। এই সময়ে দাঁড়িয়ে ওটিটি মাধ্যমের সঙ্গে টক্কর দেওয়ার মতো করেই নাকি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তৈরি করেছেন করণ। এমনই মত অনেকের।
(আরও পড়ুন: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার হাজির, দেখেই করণকে নিয়ে কী বললেন শাহরুখ)
ম্যাজিক ৪। এই মুহূর্তে পর্দার বাইরে এবং পর্দাতেও জনপ্রিয় জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অন্যদিকে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু এই দুই জুটির বদলে দুই জুটি থেকে এক জন করে নিয়ে নিজের ছবির জন্য নায়ক-নায়িকা নির্বাচন করেছেন করণ। যদিও এর আগেই ‘গালি বয়’-এর সূত্রে এই জুটি জনপ্রিয় হয়ে গিয়েছে। কিন্তু এমন বড় ক্যানভাসের প্রেমের গল্পের জন্য করণ যে অন্য ভাবে ভাবছেন, সেটিও পরিষ্কার অভিনেতা-অভিনেত্রী নির্বাচন থেকে।
ম্যাজিক ৫। কেন করণ জোহর আজ করণ জোহর হয়েছেন? সকলেই জানেন, তাঁর উত্থানের কারণ একটিই— প্রেম। পর্দায় প্রেমের ম্যাজিক দেখানোই তাঁর জনপ্রিয়তার আশল কারণ। সেই প্রেমের কাণ্ডারী হিসাবে বেশির ভাগ সময়ে হাজির হয়েছেন শাহরুখ খান। শাহরুখ যেমন নিজেকে শুধুমাত্র প্রেমের কাণ্ডারী রূপ থেকে সরিয়ে নিয়েছেন, কেমনই করণও নিজেকে সরিয়ে ফেলেছিলেন প্রেমের সওদাগরের ভূমিকা থেকে। আবার সেই সওদাগর ফিরছে। আর সেটিই এই ছবির সবচেয়ে বড় ম্যাজিক হতে চলেছে, সেটাই মনে করছেন অনেকে।
For all the latest entertainment News Click Here