যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার সুশান্ত মামলার সাক্ষী তথা অভিনেতা সুরজিৎ সিং রাঠোর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর বয়ান দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সুরজিৎ সিং রাঠোর। মর্গে সুশান্তের পা ধরে ‘সরি বাবু’ বলেছিলেন রিয়া চক্রবর্তী, সংবাদমাধ্যমে সে কথা ফাঁস করেছিলেন করণি সেনার এই যুবনেতা। সুশান্ত মামলার এই সাক্ষী এবার গ্রেফতার হল যৌন হরয়ানির অভিযোগে। এক মডেলের যৌন হেনস্থার অভিযোগে আপতত শ্রীঘরে সুরজিৎ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাঙুর নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন ২৭ বছর বয়সী মডেল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে অন্ধেরির বাড়ি থেকে গ্রেফতার হন অভিনেতা তথা এই করণি সেনা লিডার।
মিড-ডে’র এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে গত ডিসেম্বরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওই মডেল। মডেলের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আশালীন এবং অশ্লীল মেসেজ পাঠানো হয়েছিল তাঁর পরিবার ও বন্ধুদের। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ), (ডি), ৫০০, ৫০৬, ৫০৬(২), ৫০৯- এবং আইটি আইনের ৬৭ ধারার আওতায় মামলা রুজু করা হয়েছিল। এই মামলার তদন্তে নেমেই সুরজিৎ সিং রাঠোরের নাম হাতে আসে পুলিশের।
আরও পড়ুন-‘দু’ণ্টার বেশি সময় ব্যয়ে নারাজ ছিল সুশান্ত’, অদ্ভুত কথা ফাঁস কিয়ারার
এই মামলা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। এএনআইকে জানিয়েছে মুম্বই পুলিশের এক আধিকারিক। পরবর্তীতে পুলিশকে ওই মডেল জানায়, অভিযুক্ত রাঠোরের কুপ্রস্তাব ফিরিয়ে দিলে হেনস্থার শিকার হতে হয় তাঁকে, কেরিয়ার বরবাদ করে দেওয়ার হুমকিও দেয় রাঠোর। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকীর দিনই সুরজিতের গ্রেফতারির খবর সামনে এল।
আরও পড়ুন-ষোলআনা বাঙালিয়ানা! ‘ঊষসী’ রুশার বিয়ের এলাহি মেনুতে কী কী ছিল? শুনলে জিভে জল আসবে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here