যৌন দৃশ্যে স্বচ্ছন্দ নই, অডিশন ছেড়ে বের হয়ে আসি, বলছেন জামিলা জামিলা জামিল
যৌন দৃশ্যে আমি স্বচ্ছন্দ্য নই। আর সেকারণেই Netflix-এর সিরিজ ‘ইউ’-এর চতুর্থ সিজনের অডিশন থেকে আমি বের হয়ে আসি। এমনটাই বলছেন ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল। সম্প্রতি ‘দ্য গুড প্লেস’ খ্যাত তারকা পডক্রাশড পডকাস্টে তাঁর নিজের চিন্তাভাবনা তুলে ধরেছেন।
অভিনেত্রী, মডেল জামিলা জামিল বলেন, ‘Netflix-এর সিরিজ ‘ইউ’- চতুর্থ সিজনের জন্য আমার অডিশন দেওয়ার কথা ছিল। তবে যখন জানতে পারি এই চরিত্রটি বেশ সেক্সি, তখনই আমি অডিশন থেকে সরে আসার কথা জানিয়ে দি, কারণ, এধরনের যৌন দৃশ্যে আমি স্বচ্ছন্দ নই।’ যদিও ঠিক কোন দৃশ্যের জন্য তিনি অডিশন দিচ্ছিলেন, তা প্রকাশ্যে আনেননি জামিলা জামিল।
আরও পড়ুন-বাংলায় নিষিদ্ধ, মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও করমুক্ত ‘দ্যা কেরালা স্টোরি’
আরও পড়ুন- শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী
আরও পড়ুন-আমাকে একসময় ফ্ল্যাট TV বলা হয়েছে, যেন কেউ খেয়ে নিয়েছে এমনও শুনেছি: ঋতাভরী
ঠিক কেন যৌন দৃশ্যে তিনি স্বচ্ছন্দ নন, তাঁর অন্যতম কারণ হিসাবে শৈশবের ‘ট্রমা’ (মানসিক আঘাত), শৈশবের যৌন নির্যাতনের কথা সামনে এনেছেন জামিলা জামিল। অভিনেত্রী কথায়, তাঁর শৈশব ভীষণই কঠিন, নোংরা। শৈশবে তাঁর উপর চলা যৌন নির্যতনের কথা তিনি ভুলতে পারেননি, সেগুলি থেকে বের হয়ে আসতে পারেননি। আর তারই ফলস্বরূপ তিনি নিজের জন্য এই নিয়ম তৈরি করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন কখনও কোনও যৌন দৃশ্যে তিনি অভিনয় করবেন না। তাঁর কথায়, অন্য অভিনেতাদের কাছে যৌনদৃশ্য যেমন, তাঁর কাছে এটা ঠিক তেমন নয়। এমনকি তিনি ছবিতে কোনও যৌন দৃশ্য থাকলে সেটা দেখেনও না, এড়িয়ে যান।
জামিলা জামিল জানান, তিনি ‘ইউ’-এর নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি যৌন দৃশ্য ছাড়া সিরিজি অন্যকোনও চরিত্রে তাঁকে প্রয়োজন হয়, তাহলে তাঁকে তাঁরা ডাকতে পারেন।
জানা যায়, ব্রিটিশ অভিনেত্রী, মডেল জামিলা জামিল আদপে পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানি বাবা আলি জামিল ও মা শিরিন জামিলের মেয়ে তিনি। যদিও তাঁর জন্ম ব্রিটেনে। বড় হয়ে ওঠাও সেদেশেই। অভিনেত্রী অবশ্য আগেও শৈশবের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন।
For all the latest entertainment News Click Here